QUAD Meeting

আজই বসতে পারে কোয়াড

চতুর্দেশীয় অক্ষ কোয়াড শুরু হয়েছিল ট্রাম্পের সময়েই। উদ্দেশ্য ছিল, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৪:৪১
Share:

এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ওয়াশিংটনে উপস্থিত অস্ট্রেলিয়া এবং জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে আজ পৃথক বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যথাক্রমে পেনি ওয়ং ও তাকেশি আইওয়া সঙ্গে বৈঠকে উঠে এসেছে দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক এবং কোয়াডের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ।

চতুর্দেশীয় অক্ষ কোয়াড শুরু হয়েছিল ট্রাম্পের সময়েই। উদ্দেশ্য ছিল, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানো। জো বাইডেন এসে এই চতুর্দেশীয় অক্ষকে রাষ্ট্রনেতাদের পর্যায়ে তুলে নিয়ে যান। সব ঠিক থাকলে আগামিকালই বসবে ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের প্রথম কোয়াড (বিদেশমন্ত্রী পর্যায়ের) বৈঠক।

আসলে ট্রাম্প ক্ষমতায় আসার পরে আর দেরি না করে কোয়াডের বৈঠক করে চিনের উদ্দেশে বার্তা দেওয়াই লক্ষ্য জাপানের। তাতে সায় আছে ভারত, অস্ট্রেলিয়ার। বাইডেন প্রশাসনের নীতিগুলির কোনটা ট্রাম্প মেনে চলবেন, আর কোনটা ছুড়ে ফেলবেন, তা নিয়ে সন্দিহান কোয়াড সদস্যেরা। কূটনৈতিক শিবিরে এমন কথাও চলছে, ট্রাম্প এসে চিনের সঙ্গে একটি জি২ অক্ষ বানিয়ে নিজেদের মধ্যে যাবতীয় সংঘাত কমাতে বোঝাপড়া করে নিতে পারেন। তাই আর দেরি না করে ট্রাম্প প্রশাসনকে চিন-বিরোধী ওই চতুর্দেশীয় অক্ষে শামিল করতে উদ্যোগী টোকিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন