Rahul Gandhi

মোদীই ছলনাকারী! মহিলাদের সঙ্গে ছল করে চলেছেন, বিলকিস প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

১৫ অগস্ট মুক্তি পান বিলকিসের ধর্ষকেরা। ঘটনাচক্রে, সে দিনই লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমাদের এমন কিছু করা উচিত নয় যা মহিলাদের মর্যাদা ক্ষুণ্ণ করে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ২১:৩৮
Share:

ছলনার ছন্দে মোদী রাহুল, মধ্যে বিলকিস বানো।

দেশের মহিলাদের সঙ্গে ছলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— এমনই অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কীসের ছলনা, তার ব্যাখ্যা দিয়ে রাহুল বলেন, “ওঁর কথার সঙ্গে কাজের মিল নেই। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে উনি মহিলা নিরাপত্তা এবং তাঁদের সম্মানের কথা বলেন। অথচ প্রধানমন্ত্রী কার্যক্ষেত্রে ধর্ষণকারীদের পক্ষ নেন, তাঁদের সমর্থন করেন।’’ বিলকিস বানোর ধর্ষণকারীদের যে মোদীর সরকারই আগাম মুক্তির অনুমতি দিয়েছিল, প্রকাশ্যে এসেছে সম্প্রতিই। তারই প্রসঙ্গ টেনে মোদীর সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ।

Advertisement

২০০২ সালে গুজরাতে দাঙ্গা চলাকালীন মুসলিম তরুণী বিলকিসকে ধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার অভিযোগ উঠেছিল ১১ জনের বিরুদ্ধে। এ বছর স্বাধীনতা দিবসের দিন তাঁদের সাজার মেয়াদ ফুরনোর আগেই মুক্তি দেয় গুজরাত সরকার। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় সোমবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়ে গুজরাত সরকারের তরফে জানানো হয়, ধর্ষকদের সাজা কমানোর অনুমোদন গুজরাত সরকার পেয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকেই। অর্থাৎ মোদীর নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের দফতরই ধর্ষকদের মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছিল।

ঘটনাচক্রে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পান বিলকিস-কাণ্ডের ১১ জন দোষী। যে দিন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছিলেন, ‘‘আমাদের এমন কিছু করা উচিত নয় যা মহিলাদের মর্যাদা ক্ষুণ্ণ করে। আজ ভারতবাসীদের আমি একটি অনুরোধ করতে চাই, আমরা কি আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত নারীদের একটু সম্মান করতে পারি না? তাঁদের প্রতি আমাদের মানসিকতা বদলাতে পারি না?’’

Advertisement

রাহুল এই মন্তব্যেরই জের টেনে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে। টুইটারে হিন্দিতে তিনি লিখেছেন, ‘‘লালকেল্লায় মহিলাদের সম্মানের কথন, অথচ বাস্তবে ধর্ষণকারীদের সমর্থন— প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং কাজের মধ্যেই বিস্তর ফারাক রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন