Rahul Gandhi

সংসদ চলুক, স্পিকারকে রাহুল

এই অচলাবস্থা তৈরি করে বিজেপি যাতে সংবিধান নিয়ে আলোচনা এড়াতে না পারে, তার জন্য রাহুল গান্ধী লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৭:১৮
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

আদানি ঘুষ কাণ্ড এড়াতে বিজেপি নিজেই হট্টগোল করে সংসদ অচল করছে বলে কংগ্রেস কয়েক দিন ধরে অভিযোগ করছিল। এই অচলাবস্থা তৈরি করে বিজেপি যাতে সংবিধান নিয়ে আলোচনা এড়াতে না পারে, তার জন্য আজ রাহুল গান্ধী লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন। স্পিকারের কাছে তাঁর দাবি, বিজেপি সাংসদরা তাঁর সঙ্গে আমেরিকার ধনকুবের জর্জ সোরসের যোগাযোগ নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন, তা সংসদের রেকর্ড থেকে মোছা হোক। সংসদ চলুক। ১৩ ও ১৪ ডিসেম্বর লোকসভায় সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বছর নিয়ে যে আলোচনা রয়েছে, কংগ্রেস সেই আলোচনা চায়।লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘বিজেপি আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকবে। কিন্তু সংসদ চলুক।’’

লোকসভায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের সঙ্গে সোরসের যোগাযোগের দাবি তুলে কংগ্রেসের বিরুদ্ধে দেশে অস্থিরতার অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করার আগে আজ ফের রাহুল কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের নিয়ে সংসদ ভবনের সামনে আদানি ঘুষ কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। রাহুলরা সেখানে বিজেপির নেতা-মন্ত্রীদের হাতে জাতীয় পতাকা ও গোলাপ ফুল তুলে দেন। রাহুল নিজে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের হাতে তিরঙ্গা ও ফুল দেওয়ার চেষ্টা করেন। রাজনাথ অবশ্য নেননি। রাহুলের সঙ্গে স্পিকারের দেখা করার পরে আজ লোকসভায় কাজকর্ম হয়েছে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভায় হাজির হয়েছেন। কিন্তু কংগ্রেসের গৌরব গগৈ নিয়ে মণিপুর নিয়ে মোদী সরকারকে নিশানা করতেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ফের কংগ্রেস-সোরসযোগাযোগ নিয়ে সরব হন। তিনি বলেন, সরকারের ‘সর্বোচ্চ স্তর’ থেকে মণিপুরের সমস্যা সামলানো হচ্ছে। এর জেরে কিছুক্ষণের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন