Rahul Gandhi

বিহারে ‘ভোটার অধিকার যাত্রায়’ যুবকের বাইক উধাও, নতুন কিনে দিলেন রাহুল

বিহারে ‘ভোটার অধিকার যাত্রা ’থেকে উধাও হয়ে গিয়েছিল এক যুবকের বাইক। ওই যুবককে নতুন বাইক কিনে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার পটনায় ওই যুবকের হাতে নতুন বাইকের চাবি তুলে দেন রাহুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩
Share:

বিহারে ‘ভোটার অধিকার যাত্রায়’ রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

বিহারে ‘ভোটার অধিকার যাত্রা ’থেকে উধাও হয়ে গিয়েছিল এক যুবকের বাইক। ওই যুবককে নতুন বাইক কিনে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার পটনায় ওই যুবকের হাতে নতুন বাইকের চাবি তুলে দেন রাহুল। মঙ্গলবার সমাজমাধ্যমে এই ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেস।

Advertisement

ভিডিয়োয় শুভম সৌরভ নামের ওই যুবককে বলতে শোনা যাচ্ছে, “রাহুল গান্ধী দ্বারভাঙাতে বাইক নিয়ে মিছিল করছিলেন। তাঁর সঙ্গে থাকা এক নিরাপত্তা আধিকারিককে আমি আমার বাইকটা দিয়েছিলাম। পরে আমি জানতে পারি আমার বাইকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনে খুবই খারাপ লেগেছিল।”

ওই যুবক জানান, দু’দিন আগে একটা অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে ওই যুবককে বলা হয়, রাহুল গান্ধী তাঁকে নতুন একটি বাইক কিনে দেবেন। সেই মতো সোমবার তাঁকে পটনা যেতে বলা হয়। সোমবার বাবাকে নিয়ে পটনার গান্ধী ময়দানে গিয়ে নতুন বাইক নিয়ে আসেন ওই যুবক। পরে ওই যুবক বলেন, “যে মডেলের বাইক আমি হারিয়েছিলাম, ঠিক সেই মডেলের বাইকই পেয়েছি।” রাহুলের প্রশংসা করে তিনি বলেন, “এত বড় নেতার এই ব্যবহারে আমি অভিভূত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement