Rahul Gandhi

দেশে ফেরাতে টাকা কেন, প্রশ্ন রাহুলের

বিমান ও জাহাজে ১২টি দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২০ ০২:১৯
Share:

ফাইল চিত্র।

করোনার প্রকোপে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই এর পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেল। প্রথম পর্বে নিখরচায় ভারতীয়দের ফিরিয়ে আনা হলেও এ বার কী কারণে ফেরার টিকিটের দাম নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুললেন রাহুল গাঁধী।

Advertisement

বিমান ও জাহাজে ১২টি দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে সরকার। যাত্রীদের থেকে শুধু ভাড়া আদায় করাই হচ্ছে না, কেন্দ্রীয় স্বাস্ব্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, দেশে ফিরে এই ভারতীয়রা প্রয়োজনে নিজের পয়সায় নির্দিষ্ট হোটেল, লজ কিংবা অ্যাপার্টমেন্টে কোয়রান্টিনে থাকতে পারবেন। আধিকারিকদের যুক্তি, হোটেল কিংবা অ্যাপার্টমেন্টে আলাদা ভাবে থাকলে পরিবারের উপর চাপ কমবে, পরিবারের সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। করোনার উপসর্গ রয়েছে কিংবা করোনা পজ়িটিভ কারও সঙ্গে মেলামেশা করেছেন, এমন ব্যক্তিদের আইসোলেশনে রাখার ব্যবস্থাও থাকছে। উপসর্গ নেই, এমন ব্যক্তিদের আলাদা ভাবে রাখা হবে, সে জন্য নিজ খরচে সরকারি কোয়রান্টিন সেন্টারের বাইরে থাকতে পারবেন তাঁরা। হোটেলের ভাড়া নির্ধারণ করবে রাজ্য সরকার। কোয়রান্টিন ও আইসোলেশনে রাখা হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ২৪ ঘণ্টা ডাক্তার ও নার্সের ব্যবস্থা রাখতে হবে।

আরও পড়ুন: হিসেব আগে, না কথা আগে? করোনা নিয়ে বিভক্ত বিজ্ঞান

Advertisement

রাহুল আজ ভিডিয়ো কনফারেন্সে সাংবাদিকদের বলেন, ‘‘করোনা আবহে প্রথমবার ভারতীয়দের দেশে ফেরানোর সময়ে বিমান ভাড়া নেওয়া হয়নি। তা হলে এ বার কেন?’’ কংগ্রেস নেতার যুক্তি, এখন যাঁরা ফিরছেন, তাঁদের অনেকেই বিদেশে শ্রমিকের কাজ করেন। তাঁদের উপর আর্থিক বোঝা বাড়ানো হচ্ছে কোন যুক্তিতে?

কেন্দ্র জানিয়েছে, মহিলা, অন্তঃসত্ত্বা, পড়ুয়া কিংবা ভিসার মেয়াদ শেষ হচ্ছে, এমন ব্যক্তিদেরই দেশে ফেরাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। করোনার উপসর্গ নেই যাঁদের, তাঁদেরই আনা হচ্ছে। যাত্রীদের মুচলেকা দিতে হচ্ছে যে দেশে ফিরে নিজ খরচে কোয়রান্টিন কেন্দ্রে থাকতে হবে। সংক্রমিত হলে হাসপাতালে যেতে হবে। কোন রাজ্যে ক’জন আসবেন, রাজ্যকে সেই তথ্য জানানো হয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন