পিছন দিকে তাকিয়ে চলেন মোদী: রাহুল

এ দিন রাহুলের নিশানা ছিল, সংসদে মোদীর সাম্প্রতিক ভাষণ, যার সিংহভাগ জুড়েই অতীতে কংগ্রেস শাসনের সমালোচনা।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৭
Share:

পিছনে কে আসছে, দেখার জন্য গাড়িতে চালকের আসনের পাশে লাগানো থাকে আয়না, রিয়ার ভিউ মিরর। কর্নাটকে প্রাক-নির্বাচনী প্রচার শুরু করে দিয়ে শনিবার রাহুল গাঁধী অভিযোগ করলেন, ‘‘নরেন্দ্র মোদী শুধু রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন! দুর্ঘটনা তাতে অনিবার্য!’’

Advertisement

এ দিন রাহুলের নিশানা ছিল, সংসদে মোদীর সাম্প্রতিক ভাষণ, যার সিংহভাগ জুড়েই অতীতে কংগ্রেস শাসনের সমালোচনা। সেই প্রসঙ্গ টেনেই রাহুল বলেন, ‘‘মোদীজি, অতীত নয়, লোকের আপনার কাছে দেশের ভবিষ্যত নিয়ে শুনতে চায়।’’ তাঁর পরামর্শ, ‘‘মোদী বরং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দেখে শিখুন, কী করে সামনে তাকিয়ে সরকার চালাতে হয়!’’

১৯৯৯-এ বল্লারী থেকে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন সনিয়া গাঁধী। সুষমা স্বরাজকে হারিয়েছিলেন তিনি। ফলে কর্নাটকের সঙ্গে রাহুলের একটা আবেগের যোগাযোগ আছে। কংগ্রেসের সভাপতি হওয়ার পরে এই প্রথম রাজ্যে এলেন। চার দিনের সফরে তিনি এ দিন বল্লারীর হসপেটে সভা করেন। তার পরে অনেকটা গুজরাত প্রচারের ঢঙেই হুলিগাম্মা মন্দির সিদ্ধেশ্বর মঠ দর্শনে যান। বিজেপি ঠাট্টা করে বলছে, রাহুল হলেন ‘ভোট হিন্দু’। অর্থাৎ ভোট এলে ‘হিন্দু’ হয়ে যান।

Advertisement

বিজেপির এ সব সমালোচনা রাহুল অবশ্য গায়ে মাখছেন না। তিনি সর্বত্র মানুষকে বলছেন, মোদী মুখে যা বলেন তার সবই ফাঁকা বুলি। কথাকে কাজে পরিণত করে কংগ্রেস। এ দিন রাতে টুইটে রাজনাথ সিং‌হের ২০১৫ সালের একটি বক্তৃতা পোস্ট করেছেন রাহুল, সেখানে নেহরুর ভূয়সী প্রশংসা করেছিলেন রাজনাথ। এখন মোদী যখন নেহরুর নিন্দায় মুখর, তখন রাহুল ওই বক্তার লিঙ্ক দেখিয়ে লিখছেন, ‘‘সত্যিটা বলার জন্য রাজনাথজিকে ধন্যবাদ!’’

রাহুল একা নন, এ দিন সিদ্দারামাইয়া নিজে ও রাজ্য কংগ্রেসের নেতারা একযোগে মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। কারণ রবিবার বেঙ্গালুরু এসে মোদী কর্নাটক সরকারের নিন্দায় সরব হন। দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ দিন রাজ্যের মন্ত্রীরা মোদীকে সবচেয়ে ‘দায়িত্বজ্ঞানহীন প্রধানমন্ত্রী’ বলে আখ্যা দেন।

বেঙ্গালুরুতে গত সপ্তাহে মোদীর এক পাশে ছিলেন অমিত শাহ, অন্য দিকে ইয়েদুরাপ্পা। কর্নাটকের মন্ত্রীদের বক্তব্য, অমিতের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে আর দুর্নীতির দায়ে ইয়েদুরাপ্পাকে গদি ছাড়তে হয়েছে। মোদীর জমানায় গুজরাতে দাঙ্গা হয়েছে। অতএব দুর্নীতি কিং‌বা আইনশৃঙ্খলা নিয়ে কথা বলা তাঁর সাজে না। আর কর্নাটক সরকার যদি দুর্নীতিগ্রস্তই হয়, সাড়ে তিন বছরে মোদী ব্যবস্থা নিলেন না কেন? কংগ্রেসের বরং অভিযোগ, এক গুচ্ছ মিথ্যা বলে মোদী প্রধানমন্ত্রীর পদকে অমর্যাদা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন