National News

খুব শীঘ্রই কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল, ঘোষণা করলেন সনিয়া

কংগ্রেসে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে সেই প্রক্রিয়া চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতিরা নির্বাচিত হয়ে যাওয়ার পর সর্বভারতীয় স্তরে সাংগঠনিক নির্বাচন হবে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কংগ্রেসের শীর্ষপদ থেকে সরে যাবেন সনিয়া আর সহ-সভাপতি থেকে সভাপতি হবেন রাহুল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ২৩:৫৩
Share:

প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে সনিয়া গাঁধী। শুক্রবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

খুব তাড়াতাড়িই কংগ্রেস সভাপতি পদে বসতে চলেছেন রাহুল গাঁধী। জানালেন খোদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। শুক্রবার নয়াদিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশিত হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সনিয়া গাঁধীও। অনুষ্ঠানের ফাঁকে তিনি সংবাদমাধ্যমকে জানান, রাহুল খুব শীঘ্রই দলের দায়িত্ব নিচ্ছেন। তবে এ বিষয়ে রাহুল নিজে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

আরও পড়ুন:শ্রীলঙ্কায় চিনা প্রকল্পের গায়েই এয়ারপোর্ট গড়বে ভারত, অস্বস্তিতে বেজিং

সনিয়া এ দিন বলেছেন, ‘‘আপনারা অনেক দিন ধরেই আমাকে রাহুলের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। খুব তাড়াতাড়িই তা (কংগ্রেস সভাপতি পদে রাহুলের অভিষেক) হতে চলেছে।’’ রাহুলের দিকে ইঙ্গিত করে বেশ হাসিমুখেই দলের শীর্ষপদে আসন্ন বদলের কথা এ দিন সনিয়া ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন:সংখ্যালঘু মেয়েদের জন্য মোদীর ‘গিফ্ট’: স্নাতক হয়ে বিয়ে করলে ৫১ হাজার

কংগ্রেসে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে সেই প্রক্রিয়া চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতিরা নির্বাচিত হয়ে যাওয়ার পর সর্বভারতীয় স্তরে সাংগঠনিক নির্বাচন হবে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কংগ্রেসের শীর্ষপদ থেকে সরে যাবেন সনিয়া আর সহ-সভাপতি থেকে সভাপতি হবেন রাহুল।

কংগ্রেস সূত্রের খবর, রাহুল গাঁধী সর্বসম্মত ভাবেই কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হবেন। সভাপতি পদের নির্বাচনে রাহুলের বিরুদ্ধে কেউই প্রার্থী হবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন