National news

বিরোধীদের কালা দিবস, ৫০ হাজারের গানে উৎসব করবে বিজেপি

৮ নভেম্বরের ওই দিন আগে থেকেই কালা দিবস হিসাবে পালনের ডাক দেওয়া বিরোধীরা যাকে বলছে ‘ব্যর্থতা ঢাকার মরিয়া চেষ্টা’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৯:৩৫
Share:

বসুন্ধরা রাজে। —ফাইল চিত্র।

উপলক্ষ নোটবন্দির বর্ষপূর্তি। মোদী সরকারের এই ‘যুগান্তকারী’ পদক্ষেপকে স্মরণীয় করে রাখতে তেড়েফুঁড়ে মাঠে নামছে বিজেপি শাসিত সব রাজ্যের ছোট-বড়-মেজ সব নেতাই। সেই হাওয়ায় গা ভাসিয়ে একেবারে এক মেগা ইভেন্টের আয়োজনের কথা ঘোষণা করে দিল রাজস্থান সরকার। বসুন্ধরা রাজে সরকারের সিদ্ধান্ত, ওই দিন এক সঙ্গে ৫০ হাজার জন জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র গাইবে। ৮ নভেম্বরের ওই দিন আগে থেকেই কালা দিবস হিসাবে পালনের ডাক দেওয়া বিরোধীরা যাকে বলছে ‘ব্যর্থতা ঢাকার মরিয়া চেষ্টা’।

Advertisement

আরও পড়ুন: আধার যোগের সর্বশেষ সময়সীমা জানাতে নির্দেশ

আগামী ৮ নভেন্বর মোদী সরকারের নোট বাতিলের এক বছর পূর্ণ হতে চলেছে। সেই দিনটাকে আলাদা করে পালন করতে চান রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ওই দিন রাজস্থানের এসএমএস স্টেডিয়ামে ৫০ হাজার মানুষ জমায়েত হবেন এবং সমস্বরে বন্দে মাতরম, জন গণ মন গাইবেন। দু’ঘণ্টার এই অনুষ্ঠানে বলিউ়ডের প্রবীণ সুরকার আনন্দজিও উপস্থিত থেকে জনগণের সঙ্গে সুর মেলাবেন। পুরনো হিন্দি ছবি থেকে দেশাত্মবোধক গান নিয়ে একটি সেশনেরও আয়োজন করবেন তিনি। আর তারপর থাকছে যোগ সেশন। আয়োজনের সমস্ত খুঁটিনাটি যৌথ ভাবে দেখবে রাজস্থান যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং আরএসএস।

Advertisement

মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বর্ষপূর্তির এই অনুষ্ঠানের কথা ঘোষণা করার পরই বিরোধীরা সরব হয়েছে। মাস খানেক আগেই নোট বাতিলের দিনটিকে কালা দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করে বিরোধীরা। তাদের দাবি, নোট বাতিলের মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত দেশের উপর চাপিয়ে দিয়েছ সব দিক থেকে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। নিজের রাজ্যে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া বসুন্ধরা রাজে সরকার তাই এই মেগা ইভেন্টকে সামনে রেখে রাজ্য ও কেন্দ্রের ব্যর্থতা ঢাকার মরিয়া চেষ্টা করছে। রাজস্থানের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সচিন পাইলটের দাবি, ব্যর্থতা লুকোতেই গান গেয়ে অতি দেশপ্রেমের জানান দিতে চাইছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন