এক নজরে সলমন

সলমন খানের শাস্তির খবর শুনে খাওয়া বন্ধ সাবা এবং ফারাহর। পটনার সামানপুরার বাসিন্দা অষ্টাদশী এই যমজের শরীর জন্ম থেকেই পরস্পরের সঙ্গে জোড়া। সলমনের ভক্ত দুই বোনের স্বপ্ন ছিল, রাখি বাঁধবে প্রিয় নায়ককে। বছর তিনেক আগে সাবা-ফারাহের স্বপ্নপূরণ করেন সলমনই।

Advertisement
শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০৪:৩৭
Share:

খাওয়া বন্ধ

Advertisement

সলমন খানের শাস্তির খবর শুনে খাওয়া বন্ধ সাবা এবং ফারাহর। পটনার সামানপুরার বাসিন্দা অষ্টাদশী এই যমজের শরীর জন্ম থেকেই পরস্পরের সঙ্গে জোড়া। সলমনের ভক্ত দুই বোনের স্বপ্ন ছিল, রাখি বাঁধবে প্রিয় নায়ককে। বছর তিনেক আগে সাবা-ফারাহের স্বপ্নপূরণ করেন সলমনই। তখন থেকেই প্রিয় নায়কের সঙ্গে দাদা-বোনের সম্পর্ক তাঁদের। বুধবার সাবা-ফারাহের বাবা শাকিল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, ‘‘সলমন খানের পাঁচ বছরের জেল হয়েছে শোনার পর থেকেই মেয়েদের মন খারাপ। দুপুর থেকে কিছুই খাওয়ানো যায়নি ওদের।’’

Advertisement

গেরোয় চালক

আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘‘সলমন খান নন, ওই দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলাম আমিই।’’ কিন্তু বহু চেষ্টা করেও সলমনের বিশ্বস্ত চালক অশোক সিংহ বাঁচাতে পারলেন না মালিককে। বুধবার যে গাড়ি চেপে সলমন আদালতে এলেন সেটিও চালাচ্ছিলেন অশোকই। আদালতে সলমন তো দোষী সাব্যস্ত হলেনই, রেহাই পেলেন না অশোকও। তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে এ দিন স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে শুরু হতে পারে অন্য মামলা।

ভক্ত সমাবেশ

বুধবার সকাল থেকেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে উপচে পড়া ভিড়। ‘পাশে আছি’ বার্তা দিতে দূর-দূরান্ত থেকে এসেছিলেন সলমন-ভক্তরা। আদালতে যাওয়ার জন্য বেরোবেন তো বটেই, তখন যদি এক বার সল্লু ভাইয়ের দেখা মেলে। শুধু ভক্তরাই নন, সলমনের বাড়ির সামনে ঘাঁটি গেড়েছিলেন সাংবাদিকেরাও। আদালতের রায় ঘোষণার পরে তো রীতিমতো সরগরম হয়ে ওঠে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বর। সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে, টিভিতে মুখ দেখিয়ে মতামত জানিয়ে তবে শান্ত হন তাঁরা।

বান্ধবীরা পাশে

তখন সবে সলমন খানকে দোষী সাব্যস্ত করেছে দায়রা আদালত। কিছু ক্ষণের মধ্যেই দেখা গেল সলমনের বাড়ির কাছে এসে থামল একটি গাড়ি। নামলেন সঙ্গীতা বিজলানি। তার আর কিছু পরে এলেন সোনাক্ষী সিন্হা এবং প্রীতি জিন্টা। বলিউড সূত্রের খবর, সলমনের সঙ্গে এই তিন অভিনেত্রীরই গভীর বন্ধুত্ব। তাই বিপদের দিনে সলমনের পরিবারের পাশে দাঁড়াতে ছুটে এসেছিলেন তিন সুন্দরী। একটি সূত্রের খবর, সশরীর না এলেও ফোনে নায়কের সঙ্গে কথা বলেছেন তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফও।

মজায় মজায়

সলমন অভিনীত ছবির কয়েকটি জনপ্রিয় সংলাপ নিয়ে চুটকির ফোয়ারা ছুটেছে টুইটার, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে। একটিতে যেমন লেখা হয়েছে, ‘‘ভাই নে বোলা হ্যায়, কে মুঝ পে এক এহসান করনা কে মুঝ পে কোই এহসান মত করনা... জজ নে সিরিয়াসলি লে লিয়া উসকো।’’ আর একটিতে লেখা হয়েছে, ‘‘মাধুরীকে দোনো সাজন জেল মে।’’ রেহাই পায়নি সলমনের নতুন ব্র্যান্ড, ‘বিইং হিউম্যান’-ও।

টুইটের ঢেউ

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই হোক, বা সরাসরি টিভি-র পর্দায়— এই দুঃসময়ে সলমনের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। হেমা মালিনী থেকে সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত, বরুণ ধবন থেকে কর্ণ জোহর, সুস্মিতা সেন থেকে সোনাক্ষী সিন্হা— বাদ যাননি কেউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন