Delhi Rain Alert

ঠান্ডায় জবুথবু দিল্লিতে বৃষ্টির চোখরাঙানি! সঙ্গে ৪০-৬০ কিমি বেগে ঝড়েরও পূর্বাভাস, কোথায় কোথায় সতর্কতা জারি?

আবহবিদেরা জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামবে। উত্তুরে হাওয়া বিনা বাধায় ঢোকার কারণে তাপমাত্রা নামছে। তবে সোমবার হাওয়ার গতি কম ছিল। কারণ একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৬:২৪
Share:

দিল্লিতে বৃষ্টির সতর্কতা জারি করা হল। ছবি: পিটিআই।

দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল। একেই ঠান্ডায় কাঁপছে দিল্লি, তার মধ্যে বৃষ্টির চোখরাঙানি পরিস্থিতিকে যে আরও খারাপ করে তুলবে, তা বলাইবাহুল্য। আর সেই আশঙ্কাও করছেন রাজধানীবাসী। মৌসম ভবন রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০-৬০ কলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Advertisement

আবহবিদেরা জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামবে। উত্তুরে হাওয়া বিনা বাধায় ঢোকার কারণে তাপমাত্রা নামছে। তবে সোমবার হাওয়ার গতি কম ছিল। কারণ একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হলেই রাজধানীর তাপমাত্রা আবার নামবে। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.১ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ বছরে শীতলতম সাধারণতন্ত্র দিবস ছিল সোমবার।

মৌসম ভবন আগেই জানিয়েছিল, পশ্চিমি ঝঞ্ঝার কারণে ২৭ এবং ২৮ জানুয়ারি পশ্চিম হিমালয় অঞ্চলের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি, তুষারপাত আবার ঝড়ও হতে পারে। উত্তর দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, মধ্য দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নয়াদিল্লি, সহদরা, পূর্ব দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement