India Oil Purchase

দুই রুশ সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞার পরেই রাশিয়াকে নতুন করে তেলের বরাত দিচ্ছে না ভারতের সংস্থাগুলি: রিপোর্ট

রাশিয়ার বৃহত্তম দুই তেলশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরে রাশিয়াকে নতুন করে তেল কেনার বরাত দেওয়া বন্ধ রেখেছে ভারতের তেলশোধক সংস্থাগুলি। সূত্র উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৪১
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাশিয়ার বৃহত্তম দুই তেলশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরে রাশিয়াকে নতুন করে তেলের বরাত দেওয়া বন্ধ রেখেছে ভারতের তেলশোধক সংস্থাগুলি। সূত্র উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই বিষয়ে সরকার এবং রফতানিকারীদের সুস্পষ্ট অবস্থানের জন্য অপেক্ষা করছে ওই সংস্থাগুলি।

Advertisement

কয়েকটি সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ভারতের তেলশোধক সংস্থাগুলি নিষেধাজ্ঞার কবলে পড়া রুশ সংস্থাগুলিকে নতুন করে তেলের বরাত দিচ্ছে না। কিছু বরাত বাতিলও করা হয়েছে। কারণ, সংস্থাগুলি মনে করছে, ওই সংস্থাগুলির কাছ থেকে তেল কিনলে ব্যাঙ্ক থেকে টাকা ধার নেওয়া যাবে না।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত অশোধিত তেলের চাহিদা মেটাতে ভারতের কয়েকটি তেলশোধক সংস্থা ‘স্পট মার্কেট’ (যেখানে রফতানিকারক সংস্থা বা দেশের কাছ থেকে বর্তমান বাজারমূল্য অনুযায়ী দ্রুত তেল আমদানি করা যাবে) থেকে তেল আমদানি করছে। সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় আপাতত স্পট মার্কেট থেকেই তেল কেনার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল তেল কেনার জন্য নতুন করে দরপত্র আহ্বান করেছে বলে ওই সূত্রের দাবি।

Advertisement

গত সপ্তাহেই রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর চাপ বৃদ্ধির কৌশল নেয় আমেরিকা। তারই অঙ্গ হিসাবে গত বৃহস্পতিবার দুই রুশ সংস্থা ‘রসনেফ্ট’ এবং ‘লুকঅয়েল’-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। মার্কিন রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তাই রাশিয়ার দু’টি বৃহত্তম তেল পরিশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বৃহস্পতিবারই একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, মার্কিন নিষেধাজ্ঞার পরই রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কমাচ্ছে ভারতীয় সংস্থাগুলি। ওই প্রতিবেদনে এ-ও বলা হয় যে, রিলায়্যান্স ‘রসনেফ্ট’-এর কাছ থেকে তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement