পতাকা উত্তোলনে ভাগবত

পতাকা তোলা নিয়ে বিতর্ক ছিল অনেক দিন ধরেই। শেষমেশ আরএসএস প্রধান মোহন ভাগবত পতাকা তুললেন কেরলের পলক্কড় শহরের একটি বেসরকারি স্কুলে।

Advertisement

সংবাদ সংস্থা

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ০১:৫৩
Share:

পতাকা তোলা নিয়ে বিতর্ক ছিল অনেক দিন ধরেই। শেষমেশ আরএসএস প্রধান মোহন ভাগবত পতাকা তুললেন কেরলের পলক্কড় শহরের একটি বেসরকারি স্কুলে।

Advertisement

ব্যাস বিদ্যাপীঠম নামে ওই স্কুলটি আরএসএস প্রভাবিত বলেই দাবি। শুক্রবার সকাল সাড়ে ন’টায় সেখানে পৌঁছন ভাগবত। স্কুলের কিছু লোকজন সেখানে ছিল। তাঁদের সামনেই পতাকা তোলেন সঙ্ঘ প্রধান। রাজ্যের সিপিএম শাসিত এলডিএফ সরকার দু’দিন আগেই সব সরকারি স্কুলে নির্দেশ পাঠায়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ বা প্রধানশিক্ষকই একমাত্র পতাকা উত্তোলন করতে পারবেন। আরএসএসের তিন দিনের বৈঠকে ভাগবত পলক্কড়ে এসেছেন। পতাকা তুলে আজ বক্তৃতাও দেন তিনি। তবে রাজনীতি সংক্রান্ত কিছুই শোনা যায়নি তাঁর মুখে। ভাগবতের এ বারের পতাকা উত্তোলন নিয়ে রাজ্যের সিপিএম নেতাদের কটাক্ষ, গত বছর নিয়ম ভেঙে সরকারি স্কুলে উনি পতাকা তুলেছিলেন। এ বছর নিয়ম আরও কড়া হয়েছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরে আরএসএস পতাকা তোলার জন্য এতই মরিয়া যে এ বার আরএসএস প্রভাবিত স্কুলেই পতাকা তুলেছেন সঙ্ঘপ্রধান।

যদিও আরএসএসের দাবি, ভাগবত কোনও নির্দেশ অমান্য করেননি। গত বছর স্বাধীনতা দিবসে পলক্কড়েরই শহরতলি এলাকায় করনকিয়াম্মান স্কুলে পতাকা তুলে বিতর্ক তৈরি করেছিলেন ভাগবত। সে বার অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জেলাশাসক মেরি কুট্টি ওই স্কুল কর্তৃপক্ষকে বলেন, রাজনৈতিক নেতাকে দিয়ে পতাকা উত্তোলন করানো ঠিক নয়। তা সত্ত্বেও স্কুলে ভাগবতই পতাকা তোলেন। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে সংশ্লিষ্ট জেলাশাসককে সরিয়ে দেয় প্রশাসন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন