Coronavirus in India

Covid-19: মধ্যরাত পর্যন্ত রেস্তরাঁ খুলে রাখার ছাড়পত্র দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব

কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণে এত দিন রাতে ১০টার মধ্যে রেস্তরাঁ এবং অন্য দোকান বন্ধ করার সরকারি নির্দেশ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ২০:১৮
Share:

প্রতীকী ছবি।

উৎসবের মরসুমে মহারাষ্ট্রবাসীকে সুখবর দিল উদ্ধব ঠাকরের সরকার। এ বার রাত ১২টা পর্যন্ত রেস্তরাঁ খুলে রাখার ছাড়পত্র দেওয়া হল। অন্য দোকান-বাজার খোলা রাখা যাবে রাতে ১১টা পর্যন্ত। মঙ্গলবার থেকেই কার্যকরী হয়েছে এই সিদ্ধান্ত। কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে এত দিন রাতে ১০টার মধ্যে রেস্তরাঁ এবং অন্য দোকান বন্ধ করার নির্দেশ ছিল।

সরকারি তরফে জানানো হয়েছে, রাজধানী মুম্বই-সহ গোটা রাজ্যে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার কারণেই এই সিদ্ধান্ত। চলতি মাসের গোড়া থেকেই মহারাষ্ট্রের ধর্মস্থানগুলি খুলে দেওয়া হয়েছে। সিনেমা এবং হলগুলি খোলারও ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব। সে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সম্প্রতি সর্বদল বৈঠকও করেছিলেন তিনি।

Advertisement

রবিবার মুম্বইয়ে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। গত বছর দেশে করোনা আছড়ে পড়ার পর থেকে এই প্রথম বার বাণিজ্যনগরীতে ২৪ ঘণ্টায় এক জনও কোভিড রোগীর মৃত্যু হয়নি। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই শহরে বর্তমানে কোনও ‘কন্টেনমেন্ট জোন’ নেই। এই পরিস্থিতিতে তাই দীপাবলির আগে রেস্তরাঁ ও দোকান খোলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল উদ্ধব সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন