Crime

১১ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বিরুদ্ধে

এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ইনদওর শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৫:১২
Share:

—প্রতীকী চিত্র।

রক্ষকই ভক্ষক! ১১ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের ইনদওরের। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

গত শনিবার বালিকার বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সময় সেখানে যান ওই অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। তার পরই বালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

অতিরিক্ত পুলিশ কমিশনার সোনাক্ষী সাক্সেনা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত ইনদওর ক্রাইম ব্রাঞ্চের সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সে শহরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন