দলাই নিয়ে জবাব ভারতের

দলাই লামাকে কেন্দ্র করে ভারত-চিনের টানাপড়েন বহু দিনের। ফের একবার তাঁকে ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। এ বার বাগ্‌যুদ্ধের কেন্দ্রে তিব্বতি ধর্মগুরুর অরুণাচল প্রদেশ সফর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

গুয়াহাটি ও ইটানগর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:১৪
Share:

মুখোমুখি: দলাই লামার সঙ্গে আলোচনায় অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শনিবার গুয়াহাটিতে। ছবি: পীতাম্বর নেওয়ার।

দলাই লামাকে কেন্দ্র করে ভারত-চিনের টানাপড়েন বহু দিনের। ফের একবার তাঁকে ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। এ বার বাগ্‌যুদ্ধের কেন্দ্রে তিব্বতি ধর্মগুরুর অরুণাচল প্রদেশ সফর।

Advertisement

শনিবারই ১২ দিনের উত্তর-পূর্ব সফর শুরু করলেন দলাই লামা। অসমের একটি সংবাদপত্রের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। ৪ থেকে ১৩ এপ্রিলের মধ্যে অরুণাচল সফর করবেন দলাই লামা। তাঁর অরুণাচল সফর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চিন। পাল্টা সুর চড়িয়েছে ভারতও। শনিবার ইটানগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘আমরা চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না। আমাদের অভ্যন্তরীণ বিষয়েও চিনের নাক গলানো উচিত নয়।’’ তাঁর কথায়, মানুষের ইচ্ছেতেই অরুণাচল যাচ্ছেন দলাই লামা।

আরও পড়ুন:​ সুবিচারের আশায় উঠল মাংস ধর্মঘট

Advertisement

আর চিনের এই আপত্তি নিয়ে দলাই লামা কী বলছেন? গুয়াহাটিতে এর উত্তরে তিনি হেসে বলেন, ‘‘চিনের আপত্তি সাধারণ ও নিত্যনৈমিত্তিক ব্যাপার। কোনও সমস্যা হবে না।’’ এ দিন ব্রহ্মপুত্র উৎসবে ধর্মগুরুর খোলস ছেড়ে বেরিয়ে এলেন দলাই লামা। কখনও রসিকতা, কখনও নিজের বিশ্বাস ঘোষণা করলেন তিনি।

ভারত দলাই লামার অরুণাচল সফরে ছাড়পত্র দেওয়ার পর থেকেই তা বানচাল করতে উঠেপড়ে লেগেছে চিন। চিনা বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, দলাই লামাকে অরুণাচলে যাওয়ার ছাড়পত্র দিয়েছে ভারত। এটা খুবই উদ্বেগের। বেজিংয়ের হুঁশিয়ারি, এর ফলে দু’দেশের সম্পর্কে মারাত্মক প্রভাব পড়তে পারে। দিল্লি যে বেজিংয়ের এই হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছে না, রিজিজুর কথাতেই তা স্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন