জোকিহাট দখলে রাখল তসলিমুদ্দিন পরিবার

গত বিধানসভা নির্বাচনে জোকিহাটে ‘জেডিইউ’ প্রার্থী ছিলেন বিহারের সীমাঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মহম্মদ তসলিমুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র সরফরাজ আলম। তখনও তসলিমুদ্দিন জীবিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০৩:৪০
Share:

উল্লাস: জোকিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পরে আরজেডি কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার পটনায়। পিটিআই

বিহারের জোকিহাট বিধানসভা জেডিইউয়ের হাত থেকে ছিনিয়ে নিল আরজেডি। খাতায় কলমে এটাই ফলাফল। কিন্তু আর একটু বিশদে গিয়ে ফলাফল হল: অররিয়া জেলার জোকিহাট বিধানসভা কেন্দ্র নিজেদের দখলেই রাখল তসলিমুদ্দিনের পরিবার।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে জোকিহাটে ‘জেডিইউ’ প্রার্থী ছিলেন বিহারের সীমাঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মহম্মদ তসলিমুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র সরফরাজ আলম। তখনও তসলিমুদ্দিন জীবিত। তিনি অররিয়ার সাংসদ। পিতার মৃত্যুর পর অররিয়া উপনির্বাচনে প্রার্থী হন পুত্র সরফরাজ। তবে আরজেডি টিকিটে। তিনি জিতেছেন। শূন্য জোকিহাট বিধানসভার উপনির্বাচনে এ বার আরজেডি টিকিটে প্রার্থী হন তসলিমুদ্দিনের ছোট ছেলে শাহনওয়াজ আলম। তিনি জিতেছেন। এর সঙ্গে আরজেডির জিত বা বিজেপি সমর্থিত জেডিইউয়ের হার নিয়ে চুলচেরা অঙ্ক কষার কোনও সুযোগই কার্যত নেই।

১৯৬৯ সালে এই বিধানসভা কেন্দ্র গঠনের পর থেকে ১৪ বার নির্বাচন হল। এই আসনে টানা পাঁচ বার জিতেছেন মহম্মদ তসলিমুদ্দিন। তিনি সাংসদ হওয়ার পর থেকে তাঁর বড়ছেলে সরফরাজ আলম জিতেছেন টানা চার বার। লালুপ্রসাদের সঙ্গে তসলিমুদ্দিনের ঝামেলার জেরে টিকিট না পেয়ে জেডিইউয়ের টিকিটে দু’বার লড়েন সরফরাজ। এ বার বাবার দুর্গ আগলে রাখার ভার ছিল ছোট ছেলে শাহনওয়াজ আলমের উপর। আরজেডির টিকিটে শাহনওয়াজ ৪১ হাজার ২২৪ ভোটে জেডিইউ প্রার্থী মুর্শেদ আলমকে হারিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: ধর্মের কল আখে হারে

তবে রাজনীতির নিয়ম মেনেই জয়কে ‘আত্মস্থ’ করেছেন আরজেডি নেতৃত্ব। জোকিহাটের মানুষকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, ‘‘মানুষের ভালবাসা, সমর্থন ও বিশ্বাস নতমস্তকে গ্রহণ করছি। এটা সাধারণ মানুষের জয়।’’ বিজয়ী শাহনওয়াজ আলমও রাজনীতির নিয়ম মেনেই পরিবারের উপরে দলকে রেখেছেন। তিনি বলেন, ‘‘তেজস্বী যাদবের নেতৃত্বে এই জয় এসেছে। একই সঙ্গে এই জয়ে এলাকায় আমাদের পরিবারের দায়িত্ব আরও বেড়ে গেল।’’ দেশ জুড়ে বিভিন্ন উপনির্বাচনে কোণঠাসা বিজেপি। জয়জয়কার জোটবদ্ধ বিরোধীদের। স্বাভাবিক ভাবেই জোকিহাট বিজয়কেও সেই বিজেপি-বিরোধী জয়ের অঙ্গ হিসেবে দেখছে আরজেডি শিবির। দলের নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, ‘‘এনডিএকে মানুষ পরিত্যাগ করেছে। জোকিহাটের জয়ে তেজস্বীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এটা বিরোধী ঐক্যের ফল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন