আছিমগঞ্জে রাস্তা অবরোধ, ঝামেলা

করিমগঞ্জের রাতাবাড়ি-পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের আছিমগঞ্জে পূর্ত সড়কগুলির সংস্কার হয়নি দীর্ঘদিন। সে সব রাস্তায় যাতায়াতে সমস্যা হচ্ছিল এলাকাবাসীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০২:৫৩
Share:

করিমগঞ্জের রাতাবাড়ি-পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের আছিমগঞ্জে পূর্ত সড়কগুলির সংস্কার হয়নি দীর্ঘদিন। সে সব রাস্তায় যাতায়াতে সমস্যা হচ্ছিল এলাকাবাসীর। যে কোনও সময় অসমে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। তার পর রাস্তা সংস্কারের কাজ শুরু করা যাবে না।

Advertisement

সে দিকে তাকিয়ে এলাকাবাসী, ছাত্র সংগঠন-সহ বেহাল পূর্ত সড়ক অবরোধ করে। গত কাল থেকে শুরু হয়েছিল অবরোধ। আজ দুপুর ১টা নাগাদ পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসে। পুলিশ দিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেওয়া হয়। তা নিয়ে উত্তেজনা ছড়ায় আছিমগঞ্জে। ৭২ ঘণ্টার মধ্যে সড়ক মেরামতির কাজ শুরুর দাবি জানান আন্দোলনকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement