S. Jaishankar

গণতন্ত্রের পক্ষে কড়া সওয়াল জয়শঙ্করের

সম্প্রতি বিতর্কটি ঘটেছে জার্মানির মিউনিখের নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে। সেখানে আমেরিকান সেনেটর এলিসা স্লটকিন দাবি করেছিলেন, “গণতন্ত্র মানুষকে খাদ্যের জোগান দেয় না।”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৬
Share:

এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

গণতন্ত্রের হয়ে সওয়াল করে পশ্চিমী দুনিয়াকে তীব্র কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বললেন, পশ্চিম গণতন্ত্রেরও একটা অদ্ভুত পাশ্চাত্যকরণ করে ফেলেছে। ফলে, প্রকৃত অর্থ তাদের কাছে স্পষ্ট নয়।

সম্প্রতি বিতর্কটি ঘটেছে জার্মানির মিউনিখের নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে। সেখানে আমেরিকান সেনেটর এলিসা স্লটকিন দাবি করেছিলেন, “গণতন্ত্র মানুষকে খাদ্যের জোগান দেয় না।” তাঁর কথার উত্তরে জয়শঙ্করের দাবি, স্লটকিনের কথার কোনও ভিত্তি নেই। ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশে প্রতিটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করে দিয়েছে গণতন্ত্র।

আলোচনায় জয়শঙ্কর নিজের তর্জনী দেখিয়ে তিনি বলেন, “আমার আঙুলে এই যে চিহ্ন, এটি গণতন্ত্রের চিহ্ন। কয়েক দিন আগেই দিল্লিতে ভোট হয়েছে। গত বছর আমাদের জাতীয় নির্বাচন হয়েছিল। ৯০ কোটি ভোটারের মধ্যে প্রায় ৭০ কোটি মানুষ ভোট দিয়েছেন। এক দিনে সেই ভোট গুনে ফল প্রকাশ করেছি আমরা। এটি ভারতের গণতান্ত্রিক শক্তির প্রমাণ।”

স্লটকিনের কথায় তাঁর উত্তর, “আপনার দাবি, গণতন্ত্র খাবার দেয় না। কিন্তু আমার দেশে গণতন্ত্রই মানুষের খাদ্য ও পুষ্টির জোগান দিচ্ছে। গণতন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন
ভাবে কাজ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন