স্টেশনে যাত্রীকে মারধরের ঘটনা। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রেলস্টেশনে ২০ টাকার শিঙাড়া খেয়ে অনলাইনে দাম চোকাতে গিয়ে বিপদে পড়লেন এক যাত্রী। অনলাইনে টাকা পাঠাতে ব্যর্থ হওয়ায় দু’হাজার টাকার স্মার্টওয়াচ খোয়াতে হল তাঁকে। শুধু তা-ই নয়, মারধরও খেতে হয় ওই যাত্রীকে!
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে। জানা গিয়েছে, ওই প্ল্যাটফর্মের দোকান থেকে দু’টি শিঙাড়া কিনেছিলেন এক যাত্রী। ২০ টাকা খুচরো না-থাকায় দোকানদারই তাঁকে অনলাইনে পেমেন্ট করতে বলেন। এগিয়ে দেন কিউআর কোডও। পেমেন্ট করতে গিয়ে বিপদে পড়েন ওই যাত্রী। নেটওয়ার্কের সমস্যার কারণে বার বার চেষ্টা করেও সফল হননি। তত ক্ষণে ট্রেন ছেড়ে দেয়। তিনি তখন দোকানদারকে জানান, তিনি কিউআর কোডের ছবি তুলে নিয়ে যাচ্ছেন। নেটওয়ার্ক ঠিক হলেই পাঠিয়ে দেবেন।
তবে ওই যাত্রীর কথায় বিশ্বাস করতে পারেননি দোকানদার। দোকান ছেড়ে বেরিয়ে এসে সোজা যাত্রীর কলার চেপে ধরেন। টাকা না-দেওয়ার অভিযোগে মারধরও শুরু করেন। শেষে যাত্রীর হাতে থাকা স্মার্টওয়াচ খুলে নেন তিনি! গোটা ঘটনা অনেকেই মোবাইলের ক্যামেরায় বন্দি করেন।
যাত্রীর এই অভিজ্ঞতার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে রেলের জবলপুর ডিভিশন। অভিযুক্ত দোকানদারের লাইসেন্স স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পরে রেলপুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে।