Police Manual

সংবাদমাধ্যমের সামনে পুলিশের বিবৃতি দেওয়ার নিয়মাবলী তৈরি করতে সমস্ত রাজ্যকে নির্দেশ শীর্ষ আদালতের

আদালতের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে দ্রষ্টব্য নিয়মাবলী আদালতের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আগামী তিন মাসের মধ্যে রাজ্যগুলিকে সেই দেখে নিয়মাবলী প্রস্তুত করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৪:২৬
Share:

—প্রতীকী চিত্র।

সাংবাদিকদের সামনে বিবৃতি দিতে হলে তা করতে হবে নিয়মাবলী মেনে। সংবাদ মাধ্যমের সামনে পুলিশদের বিবৃতি দেওয়ার জন্য সমস্ত রাজ্যকে বুধবার সেই নিয়মাবলী তৈরির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দরেশ ও এন কোটেশ্বর সিংহের বেঞ্চ। আদালতের নির্দেশ, নিয়মাবলী প্রণয়নের জন্য অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য।

Advertisement

সম্প্রতি বিভিন্ন তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে পুলিশের বিবৃতি নিয়ে একাধিক আবেদনের শুনানি করেছিল শীর্ষ আদালতের বেঞ্চ। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি একটি নির্দেশে আদালত অ্যামিকাস কিউরি ও অভিজ্ঞ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের কাজকে ‘‘শ্রমসাপেক্ষ অনুশীলন’’ বলে উল্লেখ করেছিল। জানানো হয়েছিল, কেন্দ্র ও আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম মেনে পুলিশের নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। তবে রাজ্যগুলি সেই নির্দেশিকা নথিভুক্ত করতে এবং তা নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ নিতে উপযুক্ত আগ্রহ দেখায়নি। তার পরেই আদালতের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে দ্রষ্টব্য নিয়মাবলী আদালতের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আগামী তিন মাসের মধ্যে রাজ্যগুলিকে সেই দেখে নিয়মাবলী প্রস্তুত করতে হবে।

চার ভাগে বিভক্ত ওই নিয়মাবলীতে উল্লেখ রয়েছে পুলিশ, জনগণ ও সংবাদমাধ্যমের মধ্যে যোগাযোগের জন্য নীতি, অধিকার সংক্রান্ত বিষয় ও তদন্তের জন্য আদর্শ পরিকাঠামোর কথা।প্রসঙ্গত, গত ২০২২ সালে আদালত স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছিল ফৌজদারি মামলার বিষয়ে সংবাদিকদের সামনে পুলিশের বিবৃতি দেওয়ার জন্য একটি বিস্তারিত নিয়ামাবলী প্রস্তুত করার।

Advertisement

আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পক্ষপাতদুষ্ট বিভিন্ন সংবাদ থেকে সাধারণ মানুষ সন্দেহের বশে ধরে নেন কেউ অপরাধ করেছেন বলে। আবার অনেকের গোপনীয়তাও লঙ্ঘণ হয়। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে পুলিশের বিবৃতি দেওয়ার ক্ষেত্রকে বেশ কিছু নিয়মে বাঁধতে চাইছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement