Colonel Sofiya Qureshi

কর্নেল সোফিয়াকে নিয়ে ‘কুমন্তব্য’, সুপ্রিম-নির্দেশে মধ্যপ্রদেশের মন্ত্রীর মামলা বন্ধ হল হাই কোর্টে, মামলা শুনবে শীর্ষ আদালত

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস। মধ্যপ্রদেশ হাই কোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৫:৫৯
Share:

(বাঁ দিকে) কর্নেল সোফিয়া কুরেশি। বিজয় শাহ (ডান দিকে) — ফাইল চিত্র।

ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যের জন্য মধ্যপ্রদেশের হাই কোর্টে মামলা চলছিল সে রাজ্যের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। এ বার সেই শীর্ষ আদালতই নির্দেশ দিল, হাই কোর্টে মন্ত্রীর বিরুদ্ধে মামলার কার্যক্রম বন্ধ করা হোক।

Advertisement

বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটেশ্বর সিংহের বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের পূর্ববর্তী নির্দেশমতো মধ্যপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্ত দল (সিট)-এর কাছ থেকে মামলার ‘স্ট্যাটাস রিপোর্ট’ও চেয়েছে দুই বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের বক্তব্য, তদন্তের স্বার্থে ইতিমধ্যেই কয়েকটি বৈদ্যুতিন ডিভাইস বাজেয়াপ্ত করেছে সিট। ওই মন্ত্রী আরও কী কী বলেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর মাঝে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চকে মনে করিয়ে দেন, মন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পাশাপাশি হাই কোর্টেও মামলা চলছে। তখনই শীর্ষ আদালত বলে, যেহেতু বিষয়টি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তাই হাই কোর্টে চলমান মামলার কার্যক্রম বন্ধ রাখা হবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। যাতে বিষয়টির রাজনীতিকরণ করা না হয়, সে কথা মাথায় রেখে এ বিষয়ে কোনও রকম হস্তক্ষেপের অনুমতি দিতেও অস্বীকার করেছে শীর্ষ আদালত। তত দিন পর্যন্ত বিজয়ের গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বর্ধিত করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সঙ্গে জড়িয়ে ছিলেন কর্নেল কুরেশি। এই অভিযানের খবর নিয়মিত সংবাদমাধ্যমের সামনেও তুলে ধরেছিলেন তিনি। তাঁর প্রসঙ্গেই বিজেপির মন্ত্রী বিজয় বলেছিলেন, ‘‘যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। মোদীজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদীজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।’’ বিজয়ের কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস। মধ্যপ্রদেশ হাই কোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিট গঠন করে তদন্ত শুরু করে মধ্যপ্রদেশ পুলিশ। বিজয়কে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টও। বিতর্কের মুখে শেষমেশ একাধিক বার ক্ষমা চান মধ্যপ্রদেশের মন্ত্রী। বলেন, ‘‘নিজের বোনের চেয়েও কর্নেল কুরেশিকে বেশি সম্মান করি!’’ কিন্তু এ সবে চিঁড়ে ভেজেনি। বিজয়ের মামলাটি সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement