Girl Died in Accident

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য চেয়ার আনছিল! অটো থেকে পড়ে গিয়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রীর

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য অটোয় চাপিয়ে চেয়ারগুলি ভাড়া করে আনা হচ্ছিল। ওই ছাত্রীদের উপরে দায়িত্ব পড়েছিল সেই কাজের। তারা অটোয় চেপে সেই চেয়ার আনছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮
Share:

সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।

স্কুলের প্রধানশিক্ষকের বাড়িতে চেয়ার রাখতে যাচ্ছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। পথে অটো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তাঁর। তেলঙ্গানার কামারেড্ডি জেলার ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অটো থেকে কিশোরী পড়ে যাওয়ার পরেও থামেননি চালক। উল্টে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সঙ্গীতা নামে ওই ছাত্রী সরকারি আবাসিক স্কুলে পড়াশোনা করত। বাঁশওয়াড়া মণ্ডলের ওই আবাসিক স্কুলটি তফসিলি জাতির পড়াশোনার জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য অটোয় চাপিয়ে চেয়ারগুলি ভাড়া করে আনা হচ্ছিল। ওই ছাত্রীদের উপরে দায়িত্ব পড়েছিল সেই কাজের। তারা অটোয় চেপে সেই চেয়ার আনছিল। কথা ছিল, প্রধানশিক্ষকের বাড়িতে সেগুলি রাখা হবে।

অটোয় ছিল সঙ্গীতা। মাঝপথে ভারসাম্য রাখতে না-পেরে সে অটো থেকে পড়ে যায়। তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার কান থেকে প্রবল রক্তপাত হয়েছে। মুখে, হাতে চোট লেগেছে। প্রশ্ন উঠেছে, কী ভাবে নীতি ভেঙে শিশুদের দিয়ে কাজ করাচ্ছিলেন স্কুল কর্তৃপক্ষ। মৃত ছাত্রী এবং স্কুলের অন্যান্য পড়ুয়াদের পরিবার এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement