Tamil Nadu

বহু ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, তামিলনাড়ুতে স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

৩৭ বছর বয়সি ওই শিক্ষক তামিলনাড়ুর সালেমের একটি সরকারি আবাসিক স্কুলে বিজ্ঞান পড়াতেন। মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের ক্লাস নিতেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৮
Share:

ছাত্রীদের যৌন হেনস্থা করেছেন স্কুলের বিজ্ঞান শিক্ষক! —প্রতীকী চিত্র।

দীর্ঘ দিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করেছেন স্কুলের বিজ্ঞান শিক্ষক! একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতেই তামিলনাড়ুর ওই স্কুলশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে শিশুসুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের হয়েছে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছর বয়সি ওই শিক্ষক তামিলনাড়ুর সালেমের একটি সরকারি আবাসিক স্কুলে বিজ্ঞান পড়াতেন। মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের ক্লাস নিতেন তিনি। সম্প্রতি জেলা শিশু কল্যাণ দফতরের তরফে ওই স্কুলে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে ছাত্রীদের যে কোনও হেনস্থার ঘটনা সম্পর্কে কথা বলতে উৎসাহ দেওয়া হয়। তখনই প্রথম সাহস করে এগিয়ে আসে ১২ জন ছাত্রী। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলে তারা। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। গ্রেফতার হন ওই শিক্ষক।

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। আরও কোনও ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক একই ঘটনা ঘটিয়েছেন কি না, তা জানতে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই পদক্ষেপ করেছেন স্কুল কর্তৃপক্ষও। অভিযুক্ত শিক্ষককে তড়িঘড়ি বরখাস্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement