দুর্ঘটনার পর একটি বাসের অবস্থা। রবিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে। ছবি: পিটিআই।
অমরনাথের দিক থেকে ফেরার পথে কাশ্মীরের কুলগামে তিনটি বাসের সংঘর্ষ। আহত হলেন ১০ জন পুণ্যার্থী। প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও আঘাত তেমন গুরুতর নয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার দুপুরে পুণ্যার্থীদের নিয়ে বাসের একটি কনভয় অমরনাথের দিক থেকে কুলগামে পুণ্যার্থীদের ক্যাম্পের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়েই কনভয়ে থাকা তিনটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। ওই বাসগুলিতে থাকা অন্য পুণ্যার্থীদের অন্য বাসে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
গত ৫ জুলাই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৩৬ জন পুণ্যার্থী। পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এই ভাবে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট-আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা।
প্রসঙ্গত, এ বারের অমরনাথ যাত্রা চলবে ৫২ দিন ধরে। আগামী ১৯ অগস্ট পর্যন্ত চলবে এই তীর্থযাত্রা। দু’টি বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করা যায় -- অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের নুনওয়ান এবং গান্ডেরওয়াল জেলার বালতাল। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং ‘অমরনাথ তীর্থস্থান বোর্ড’ সূত্রের খবর, দু’টি যাত্রাপথেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।