Cows

বেঘোরে মৃত্যু ৩৫টি গরুর, যোগীর রাজ্যে প্রশাসন ও স্থানীয়দের তরজা

প্রয়াগরাজে এক সঙ্গে এত সংখ্যক গরু মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহেই কনৌজ জেলার জালালাবাদের একটি গোশালায় অনাহারে মৃত্যু হয় বেশ কিছু গরুর।

Advertisement

সংবাদ সংস্থা

প্রয়াগরাজ শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১১:০৪
Share:

ফের যোগীর রাজ্যে গরুর মৃত্যু। —ফাইল চিত্র।

সময় পেলেই গোমাতাকে চারা খাওয়াতে ছোটেন যোগী আদিত্যনাথ। সংবাদমাধ্যমের সামনে পুণ্য অর্জনের ফিরিস্তি দেন। কিন্তু তাঁর রাজ্যের গোশালাতেই এ বার অনাদরে মৃত্যু হল ৩৫টি গরুর। তাও আবার একদিনে। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসা চলছে আরও কিছু গরু-বাছুরের।

Advertisement

প্রয়াগরাজের কান্দি গ্রামের একটি অস্থায়ী গোশালায় শুক্রবার এই ঘটনা ঘটেছে। জেলাশাসক ভানুচন্দ্র গোস্বামী জানান, গোশালার খোলা জায়গায় গরুগুলিকে রাখা হয়েছিল। সেই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে গরুগুলির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা যদিও ভানু গোস্বামীর এই দাবি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, গত দু’-তিনদিনে প্রয়াগরাজে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিই হয়নি। উল্টে গোশালার অস্বাস্থ্যকর পরিবেশই গরুগুলির মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, গরুগুলিকে ঠিক মতো খেতে দেওয়া হয় না। দেওয়া হয় না জলও।

Advertisement

আরও পড়ুন: ঘুরে দাঁড়ানো সম্ভব, অভিষেককে পাশে নিয়ে জেলা নেতাদের বার্তা প্রশান্ত কিশোরের​

স্থানীয় প্রশাসন সঠিক পরিসংখ্যান দেয়নি বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ৩৫টি গরুর মৃত্যু হয়নি। বরং সংখ্যাটা অনেক বেশি। বিষয়টি ধামাচাপা দিতে, ভুয়ো তথ্য প্রকাশ করেছে প্রয়াগরাজ প্রশাসন।

আরও পড়ুন: ২৫ লাখ দিন, ভোটে জেতাব আমরা! নেতাদের দোরে সংস্থার আনাগোনায় রহস্য​

তবে প্রয়াগরাজে এক সঙ্গে এত সংখ্যক গরু মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহেই কনৌজ জেলার জালালাবাদের একটি গোশালায় অনাহারে মৃত্যু হয় বেশ কিছু গরুর। এই ঘটনার প্রতিবাদে গোশালার বাইরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন