Hingot Festival Madhya Pradesh

দীপাবলির পর দিনই বড় দুর্ঘটনা মধ্যপ্রদেশে! ঐতিহ্যবাহী ‘হিংগোট যুদ্ধে’ জখম অন্তত ৩৫, ঝলসে গেলেন অনেকে

মঙ্গলবার ইনদওরের গৌতমপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রতি বছরের মতো চলতি বছরেও তুরা ও কালাঙ্গি দলের বাজির লড়াই দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে দু’পক্ষ বারুদভর্তি শুকনো হিংগোট ফল ছোড়ায় ঝলসে গিয়েছেন অন্তত ৩৫ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

তিনশো বছরের ঐতিহ্য মেনে প্রতি বছর দীপাবলির পরের দিন ‘হিংগোট যুদ্ধ’ পালিত হয় মধ্যপ্রদেশের ইনদওরে। সেই উৎসবেই ফের বিপত্তি! এ বারের সেই উৎসবে আগুনে ঝলসে গিয়ে জখম হলেন অন্তত ৩৫ জন। আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে।

Advertisement

দীপাবলির পরদিন, অর্থাৎ মঙ্গলবার ইনদওরের গৌতমপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রতি বছরের মতো চলতি বছরেও তুরা ও কালাঙ্গি দলের বাজির লড়াই দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে দু’পক্ষ বারুদভর্তি শুকনো হিংগোট ফল ছোড়ায় ঝলসে গিয়েছেন অন্তত ৩৫ জন। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইনদওরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

‘হিংগোট যুদ্ধের’ সূচনা হয়েছিল মোগল আমলে। ১৬৮০-১৭০৭ সালের মোগল-মারাঠা যুদ্ধকে স্মরণীয় করে রাখতে এখনও প্রতি বছর প্রতীকী ‘যুদ্ধ’ করেন গৌতমপুরা এবং রুঞ্জির মানুষ। ‘তুরা’ এবং ‘কালাঙ্গি’ নামে দু’টি দল গড়ে শুরু হয় যুদ্ধ। যুদ্ধ দেখতে দেবনারায়ণ মন্দিরের কাছে জড়ো হন বহু মানুষ। দু’পক্ষের হাতেই থাকে বারুদ-বোঝাই শুকনো হিংগোট ফল। তাতে আগুন ধরিয়ে একে অপরের দিকে ছুড়তে থাকেন যোদ্ধারা। এর আগেও মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী এই উৎসবে একাধিক দুর্ঘটনা ঘটেছে। হয়েছে প্রাণসংশয়ও। ২০১৭ সালে এক যুবকের মৃত্যুর পর এই উৎসব নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে। মধ্যপ্রদেশ হাই কোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলা এখনও বিচারাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement