Accident

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, পুণ্যার্থীদের নিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু নেপালের পাঁচ বাসিন্দার

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার দুর্ঘটনাটি ঘটে বিহারের মুজফ্‌ফরপুরে। প্রয়াগরাজ থেকে পুণ্যার্থীদের নিয়ে ফিরছিল গাড়িটি। ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭
Share:

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীবোঝাই গাড়ি। — প্রতীকী ছবি।

কুম্ভমেলা থেকে ফেরার পথে বিহারে দুর্ঘটনায় পড়ল পুণ্যার্থীবোঝাই একটি গাড়ি। শনিবার হাইওয়েতে উল্টে যায় সেটি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই নেপালের বাসিন্দা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার দুর্ঘটনাটি ঘটে বিহারের মুজফ্‌ফরপুরে। প্রয়াগরাজ থেকে পুণ্যার্থীদের নিয়ে ফিরছিল গাড়িটি। হাইওয়ে ধরে দ্রুতগতিতে চলছিল। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের নিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনা নজরে আসতেই উদ্ধার কাজে আসেন স্থানীয়েরা। তাঁরাই প্রথমে গাড়ির জানলা ভেঙে আহতদের বার করে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ।

মুজফ্‌ফরপুরের ডিএসপি বিনীতা সিন্‌হা জানান, দুর্ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিন জনই মহিলা। চার জনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই নেপালের মহোত্তারি জেলার বাসিন্দা। আহতদের অবস্থার অবনতি হওয়ায় দ্রুত পটনার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘‘চালক হাইওয়েতে দ্রুতগতিতে এসইউভি চালাচ্ছিলেন। সেই সময় তাঁর সামনে একটি বাইক চলে আসে। বাইকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁক নেন চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।’’

Advertisement

উল্লেখ্য, গত বুধবারই কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভমেলায় ‘শাহি স্নান’-এর জন্য মঙ্গলবার রাত থেকেই ভিড় বৃদ্ধি পেতে শুরু করে। রাত ২টো‌ নাগাদ ব্যারিকেড ভেঙে যায় ভিড়ের চাপে। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। সেই কুম্ভ থেকে ফেরার পথে প্রাণ হারালেন প্রতিবেশী দেশের পাঁচ নাগরিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement