বিজেপি’র অস্বস্তি বাড়িয়ে শাহরুখের পাশে দাঁড়াল শিবসেনা

শাহরুখের পাশে দাঁড়াল শিবসেনা। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে শরিক শিবসেনার মন্তব্য, শুধুমাত্র মুসলিম বলেই বলিউড সুপারস্টারকে আক্রমণ করা উচিত নয়। তবে ভারতে অসহিষ্ণুতা বাড়ছে বলে যে অভিযোগ শাহরুখ তুলেছেন, তা নিয়ে সুপারস্টারকে কটাক্ষ করতেও ছাড়েনি শিবসেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ২০:৩৩
Share:

শাহরুখের পাশে দাঁড়াল শিবসেনা। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে শরিক শিবসেনার মন্তব্য, শুধুমাত্র মুসলিম বলেই বলিউড সুপারস্টারকে আক্রমণ করা উচিত নয়। তবে ভারতে অসহিষ্ণুতা বাড়ছে বলে যে অভিযোগ শাহরুখ তুলেছেন, তা নিয়ে সুপারস্টারকে কটাক্ষ করতেও ছাড়েনি শিবসেনা।

Advertisement

বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়’র শাহরুখ বিরোধী মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক চলছে। বিজেপি’র মধ্যে থেকেই শোনা গিয়েছে প্রতিবাদের স্বর। অনুপম খের বিজয়বর্গীয়র মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। বেঙ্কাইয়া নাইডু, প্রকাশ জাভড়েকরের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও জানিয়ে দেন, কৈলাস বিজয়বর্গীয়ের মন্তব্য তাঁর নিজের। বিজেপি তা সমর্থন করে না। এর পর বিজয়বর্গীয় নিজের টুইট প্রত্যাহারের কথা ঘোষণা করেন। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই শাহরুখ খান সম্পর্কে আরও কড়া মন্তব্য করেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ।

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত শাহরুখ সম্পর্কে বিজেপি নেতাদের এই মন্তব্যের বিরুদ্ধে বুধবার মুখ খোলেন। তিনি বলেন, ‘‘শাহরুখ মুসলিম বলেই তাঁকে আক্রমণ করতে হবে, এটা ঠিক নয়।’’ রাউতের কথায়, বলিউড সুপারস্টারকে পাকিস্তানের এজেন্ট বলে মোটেই ঠিক করেননি কৈলাস। অসহিষ্ণুতা নিয়ে যে বিতর্ক চলছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর মধ্যে পাকিস্তানকে টানা উচিত নয় বলে রাউত মন্তব্য করেন।

Advertisement

তবে ভারতে এখন ‘চূড়ান্ত অসহিষ্ণুতা’ চলছে বলে শাহরুখ খান তাঁর ৫০তম জন্মদিনে যে মন্তব্য করেছেন, তা নিয়ে বলিউড সুপারস্টারের দিকে কটাক্ষই ছুড়ে দিয়েছে উদ্ধব ঠাকরের দল। সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘‘ভারত কখনও ধর্মের ভিত্তিতে কোনও কিছু বিচার করে না এবং দেশে সহিষ্ণুতা রয়েছে বলেই শাহরুখ আজ সুপারস্টার।’’ তাঁর কথায়, অনেক দেরি করে এই বিতর্কে শাহরুখ অংশ নিলেন। না নিলেই ভাল করতেন। কারণ অসহিষ্ণুতার অভিযোগ তুলে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন যাঁরা, তাঁদের মধ্যে মুসলিমের সংখ্যা নগণ্যই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন