National News

দিল্লিতে মহিলা শুটারকে মাদক খাইয়ে ধর্ষণ, অভিযুক্ত অলিম্পিয়ান কোচ

জাতীয় পর্যায়ের শুটারকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই কোচের বিরুদ্ধে। দিল্লির ঘটনা। অভিযুক্ত ওই কোচ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-এর সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, তিনি এক জন অর্জুন পুরস্কারজয়ী এবং প্রাক্তন অলিম্পিয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ১১:২৯
Share:

প্রতীকী ছবি।

জাতীয় পর্যায়ের শুটারকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই কোচের বিরুদ্ধে। দিল্লির ঘটনা। অভিযুক্ত ওই কোচ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-এর সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, তিনি এক জন অর্জুন পুরস্কারজয়ী এবং প্রাক্তন অলিম্পিয়ান।

Advertisement

পুলিশের কাছে ওই শুটার অভিযোগ করেন, জন্মদিনের পার্টিতে তাঁকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানোর পরই ধর্ষণ করেন কোচ। তিনি আরও জানান, তাঁদের মধ্যে দু’বছর ধরে সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার এম কে মীনা জানান, ধর্ষণের একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। দোষীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোচেদের বিরুদ্ধে এ রকম যৌন নির্যাতন বা শ্লীলতাহানির অভিযোগ এই প্রথম নয়। এর আগেও হয়েছে। যেমনটা অভিযোগ করেছিলেন মহিলা ফুটবলের প্রাক্তন অধিনায়ক সোনা চৌধুরী। একটি ঘটনার প্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন, কী ভাবে টিম ম্যানেজমেন্ট, কোচ, সচিব মহিলা ফুটবলারদের শারীরিক ভাবে নির্যাতন করতেন। এই নিয়ে বইও লেখেন। তাঁর অভিযোগ ছিল, শুধু জাতীয় স্তরে নয়, এই ধরনের নির্যাতন চলত সব স্তরেই। পাশাপাশি চলত মানসিক নির্যাতনও।

Advertisement

আরও খবর...

মেয়েদের ফুটবলে যথেচ্ছ যৌন নিগ্রহ, বিস্ফোরক প্রাক্তন ক্যাপ্টেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন