Minister

স্মৃতি ইরানির ‘কৌতুক’ ফের প্রশংসিত নেট দুনিয়ায়

ওই ভিডিয়ো শেয়ার করার পরই নেট দুনিয়ায় মজে রয়েছে স্মৃতির কৌতুকের প্রশংসায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ২১:৩৯
Share:

হাসি মুখে স্মৃতি ইরানি। নিজস্ব চিত্র।

সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট করার জন্য খ্যাতি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। প্রায়শই তিনি এ রকম পোস্ট করে নেটিজেনদের মধ্যে হাসাহাসির রশদ ছড়িয়ে দেন। ঠিক যেমনটা করলেন মঙ্গলবার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টেলর সুইফ্টের একটি গানের সঙ্গে ‘গেম অব থ্রোনস’-এর ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

Advertisement

ওই ভিডিয়ো শেয়ার করার পরই নেট দুনিয়ায় মজে রয়েছে স্মৃতির কৌতুকের প্রশংসায়।

ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘যখন এই গানটি আপনার কানে বাজে, তখন এর ক্যাপশন হতে পারে ডিজে ওয়ালে বাবু থোড়া গানা চালা দে।’’ পোস্টে ‘টুইসডেতাশান’ ও ‘সিয়াপা’ হ্যাসট্যাগও ব্যবহার করেছেন তিনি।

Advertisement

When this song plays in your head with that ☝️ caption -- DJ wale babu thoda gaana chala de #tuesdaytashan #siyapa 🤦🏻‍♀️

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

ভিডিয়োটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার মানুষসেটি দেখেছেন। সঙ্গে স্মৃতি ইরানির কৌতুকের প্রশংসা করে কমেন্টও করেছেন অনেকে।

আরও পড়ুন: ক্যাট পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে চমক অটিজম আক্রান্তের

আরও পড়ুন: অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল ১০ বছরের ছেলে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement