Soldier Killed In J&K

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক জওয়ান! জানাল ভারতীয় সেনা

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সেনা জওয়ান। এক্স হ্যান্ডলে পোস্ট করে জানাল ভারতীয় সেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫০
Share:

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনী। —ফাইল ছবি।

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সেনা জওয়ান। এক্স হ্যান্ডলে পোস্ট করে জানাল ভারতীয় সেনা।

Advertisement

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর মেলে যে, কিস্তওয়ারের সিংপোরা এলাকায় তিন-চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে। এর পরেই সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী। তার পরেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সেই সময়েই এক জওয়ান জঙ্গিদের গুলিকে গুরুতর জখম হন। ভারতীয় সেনা জানিয়েছে, দ্রুত ওই জওয়ানের চিকিৎসাও করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই জম্মু এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমন অভিযানে আরও জোর দেওয়া হয়েছে। জঙ্গিদের সম্ভাব্য গতিবিধির খবর পাওয়ার পর ধারাবাহিক ভাবে তল্লাশি চালানো হচ্ছে দক্ষিণ কাশ্মীরে। গত ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে শোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় পৃথক দু’টি অভিযানে মোট ছয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Advertisement

পহেলগাঁও কাণ্ড-পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে ওই হত্যালীলায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি। এরই মধ্যে গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। ওই সামরিক অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement