গোলকধাঁধা ছাড়া আর কিছু নয় শিনা হত্যা রহস্য

একটি খুন। একাধিক অভিযুক্ত। একাধিক চরিত্র। এবং তাঁদের বয়ানে বিস্তর অসঙ্গতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ১৬:৪৬
Share:

পিটার:

Advertisement

১) পিটারকে ইন্দ্রাণী জানিয়েছিলেন, শিনা তাঁর বোন। পরে ছেলে রাহুল এবং শিনা নিজেও তাঁকে জানান যে, বোন নয়, সম্পর্কে শিনা তাঁর মেয়ে।

প্রশ্ন: শিনা-ইন্দ্রাণীর প্রকৃত সম্পর্ক নিয়ে পিটার মুখোপাধ্যায় কি সত্যিই কিছু জানতেন না?

Advertisement

২) একটি সূত্রের দাবি, এক মিডিয়া ব্যারনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শিনা, অন্তঃসত্ত্বাও হয়েছিলেন।

প্রশ্ন: খুনের সময়ে শিনা কি সত্যিই অন্তঃসত্ত্বা ছিলেন?

মিখাইল:

১) ঘটনার দিন মুম্বইয়ের হোটেলেই ছিলাম। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য মা এবং সঞ্জীব খন্না ডেকে পাঠিয়েছিলেন। পানীয়তে মাদক মিশিয়ে আচ্ছন্ন করে দেওয়া হয় আমাকে। কোনও মতে পালিয়ে আসি। না হলে আমিও খুন হতাম: মিখাইল বরা

প্রশ্ন: তার পরেও তিন বছর দিদির খোঁজ করলেন না কেন?

২) ইন্দ্রাণীর এক আত্মীয়ের দাবি, শিনার মৃত্যুর পরে তাঁর অফিসে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন মিখাইল। বাড়ি ছাড়ার চিঠিও পাঠিয়েছিলেন তিনিই।

প্রশ্ন: দিদির হয়ে কেন চিঠি পাঠাতে গেলেন মিখাইল?

ইন্দ্রাণী:

১) নতুন চ্যানেল তৈরির পর আর্থিক তছরুপের জেরে সংস্থা ছাড়তে হয় মুখোপাধ্যায় দম্পতিকে।

প্রশ্ন: শিনার নামে অথবা বেনামে কি সেই টাকা রাখা ছিল?

২) ইন্দ্রাণীর প্রথম বিয়ে ব্যবসায়ী সিদ্ধার্থ দাশের সঙ্গে।

প্রশ্ন: শিনার জন্ম শংসাপত্রের এস দাশ আর সিদ্ধার্থ দাশ কি একই ব্যাক্তি?

৩) ইন্দ্রাণীর প্রথম পক্ষের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর তৃতীয় পক্ষের স্বামীর প্রথম পক্ষের সন্তান রাহুল। হিন্দু বিবাহ আইনে যে সম্পর্ক সম্পূর্ণ বৈধ।

প্রশ্ন: ইন্দ্রাণী কি সত্যিই শিনা-রাহুলের সম্পর্কটাকে মেনে নিতে পারছিলেন না?

৪) তাঁর এক সময়ের সহকর্মী সাংবাদিক বীর সাংভির দাবি, নিজের সত্ বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ইন্দ্রাণী।

প্রশ্ন: ইন্দ্রাণীর এই সত্ বাবা আসলে কে? ইন্দ্রাণী কি সত্যি বলছেন?

রাহুল

১) খুনের দু’দিন পরে শিনার নাম করে রাহুলের কাছে এসএমএস করা হয়। বলা হয়, শিনা আর সম্পর্ক রাখতে চাইছেন না রাহুলের সঙ্গে।

প্রশ্ন: কে পাঠিয়েছিলেন এই এসএমএস? একটা এসএমএসেই শিনার সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষ বলে ধরে নিলেন রাহুল?

২) রাহুলদের দেহরাদূনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে শিনার পাসপোর্ট।

প্রশ্ন: তা হলে শিনা আমেরিকা গেলেন কী করে? রাহুলও কেন শিনার অন্তর্ধান নিয়ে কিছু জানতে চাইলেন না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন