বাবাকে খুনের চেষ্টা

পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে রেলের জামালপুর ওয়ার্কশপের কর্মী ওমপ্রকাশ মণ্ডল বাড়ি ফেরার সময়ে আক্রান্ত হন। তাঁর বাঁ হাতে গুলি লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৩:১৭
Share:

চাকরির লোভে রেলকর্মী বাবাকে সুপারি কিলার দিয়ে হত্যার ষড়যন্ত্র ও চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বিহারের মুঙ্গের জেলার জামালপুরের এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রেলকর্মী ওমপ্রকাশ মণ্ডলের ছেলে পবন কুমারকে গত রাতে গ্রেফতার করেছে। পবন ছাড়াও দুই সুপারি কিলারকেও গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু’লক্ষ টাকার বিনিময়ে বাবাকে খুনের সুপারি দিয়েছিল পবন। হত্যকারীদের ২৫ হাজার টাকা আগামও দেওয়া হয়েছিল। জেলা পুলিশ সুপার আশিস ভারতী বলেন, ‘‘জেরায় পবন তদন্তকারীদের জানিয়েছেন, চাকরি পাওয়ার জন্যই বাবাকে খুনের সুপারি দিয়েছিল সে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে রেলের জামালপুর ওয়ার্কশপের কর্মী ওমপ্রকাশ মণ্ডল বাড়ি ফেরার সময়ে আক্রান্ত হন। তাঁর বাঁ হাতে গুলি লাগে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী দুষ্কৃতীদের চিহ্নিত করে। গত ২৪ এপ্রিল গ্রেফতার করা হয় সুপারি কিলার সুনীলকুমার মণ্ডল এবং রবিরঞ্জন কুমারকে। পুলিশি জেরায় তারা জানায়, পবনের নির্দেশেই ওমপ্রকাশকে খুন করতে গিয়েছিল তারা। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা। তার আগেই তাঁকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরেই পবনকে গ্রেফতার করে মুঙ্গের পুলিশ।

কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও প্রশিক্ষণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, চাকরির সময় সরকারি কর্মচারীর স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পরিবারের এক সদস্যকে তাঁদের যোগ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ শ্রেণির কর্মীপদে নিয়োগ করা হবে। সেই লোভেই বাবাকে খুন করিয়ে চাকরিতে ঢুকতে চেয়েছিল পবন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement