SIR

দেশ জুড়ে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে ৫ কোটিরও বেশি! বঙ্গে হয়েছে ৯৯.৭৫ শতাংশ, কোন রাজ্যে কত দূর এগোল কাজ?

২৪ নভেম্বর দুপুর পর্যন্ত সারা দেশে ৯৯.০৭ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ফর্ম পেয়েছেন ৫০,৫০,২৪,৭২৩ জন। জমা পড়া ২৪ কোটি ফর্ম ডিজিটাইজ় হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৯:০৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিলি হয়েছে ৯৯.৭৫ শতাংশ এনুমারেশন ফর্ম। সোমবার বেলা ৩টের বুলেটিনে হিসাব দিয়ে এমনটাই জানাল ভারতের নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও এই মুহূর্তে দেশের আরও আটটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। কোথায় কত দূর কাজ এগিয়েছে, এ বার তারও হিসেব দিল কমিশন।

Advertisement

কমিশন জানিয়েছে, ২৪ নভেম্বর দুপুর পর্যন্ত সারা দেশে ৯৯.০৭ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ফর্ম পেয়েছেন ৫০,৫০,২৪,৭২৩ জন। জমা পড়া ২৪ কোটি ফর্ম ডিজিটাইজ় হয়ে গিয়েছে। বঙ্গে এখনও পর্যন্ত ৯৯.৭৫ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি ফর্ম বিলি করা হয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৪ কোটিরও বেশি ফর্ম (প্রায় ৫৫ শতাংশ)। কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ডিজিটাইজ়ড ফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এর মধ্যে ৬.৫ লক্ষ ভোটার মৃত।

অন্য দিকে, ১০০ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গিয়েছে গোয়া এবং লক্ষদ্বীপে। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও পিছিয়ে নেই। আন্দামান-নিকোবর, ছত্তীসগঢ়, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। সে দিক থেকে খানিক পিছিয়ে রয়েছে পুদুচেরি (৯৫.৫৮ শতাংশ), তামিলনাড়ু (৯৬.২২ শতাংশ) এবং কেরল (৯৭.৩৩ শতাংশ)।

Advertisement

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। অর্থাৎ, এখনও প্রায় ২ লক্ষ ফর্ম বিলি করা বাকি। হাতে আর ১০ দিনও নেই। পুরোদমে কাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement