SIR in West Bengal

এনুমারেশন ফর্মে বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়! ব্যাখ্যা দিয়ে জানাল নির্বাচন কমিশন

সম্প্রতি ব্যারাকপুর-সহ উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকা থেকে অভিযোগ ওঠে, এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলও স্ট্যাম্প দিচ্ছেন না, শুধু সই করে ছেড়ে দিচ্ছেন। এলাকায় রটে যায়, এর ফলে খসড়া তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২২:১৬
Share:

কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বিএলওদের স্ট্যাম্প দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। — ফাইল চিত্র।

এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়। সম্প্রতি একের পর এক অভিযোগের উত্তরে এ বার এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে দু’টি ফর্মের মধ্যে অন্তত একটিতে সই করতে হবে বিএলওদের।

Advertisement

কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বিএলওদের স্ট্যাম্প দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে যে দু’টি ফর্ম রয়েছে, তার মধ্যে যে কোনও একটিতে বিএলওর সই থাকতেই হবে। সেটিই প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে।

সম্প্রতি ব্যারাকপুর-সহ উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকা থেকে অভিযোগ ওঠে, এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলও স্ট্যাম্প দিচ্ছেন না, শুধু সই করে ছেড়ে দিচ্ছেন। এলাকায় রটে যায়, এর ফলে খসড়া তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসী। এর পরেই ব্যাখ্যা দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে কমিশন। কমিশনের মতে, বিএলওদের স্ট্যাম্প দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এটি বাধ্যতামূলক, এমনটা কোথাও বলা হয়নি।

Advertisement

আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। হাতে আর ১০ দিনও নেই। পুরোদমে চলছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী (এসআইআর)-এর কাজ। শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের ৭ কোটি ৬৪ লক্ষ মানুষের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। অর্থাৎ, আর মাত্র ২ লক্ষ ফর্ম বিলি করা বাকি। কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে ৪১.২ শতাংশ ফর্মের ডিজিটাইজ়েশনও হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ডিজিটাইজ় হওয়া ফর্মের সংখ্যা তিন কোটি ১৫ লক্ষের কাছাকাছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement