TMC MLA's Car Faces Accident

তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ওড়িশায় স্কুটিচালকের মৃত্যু! আহত এক, পুলিশের হাতে আটক চালক

জানা যাচ্ছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম গিয়েছিলেন বালেশ্বর। বুধবার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৬:৫১
Share:

ওড়িশায় গৌতম চৌধুরীর গাড়িতে দুর্ঘটনা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ির ধাক্কায় এক স্কুটিচালকের মৃত্যুর ঘটনায় শোরগোল ওড়িশায়। জানা যাচ্ছে, ইতিমধ্যে গাড়িটির চালককে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে গাড়ি।

Advertisement

জানা যাচ্ছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম গিয়েছিলেন বালেশ্বর। বুধবার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি। অভিযোগ, একটি স্কুটারকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়েও যায় গাড়িটি। তখন গাড়িতেই ছিলেন তৃণমূল বিধায়ক গৌতম। পরে অবশ্য গাড়িটি থেমে যায়। ঘটনাস্থলে যায় পুলিশ।

জখম স্কুটিচালক এবং আরও এক জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এক জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তৃণমূল বিধায়ক তথা হাওড়া পুরসভার কনজ়ারভেন্সির প্রাক্তন মেয়র পারিষদের বিশেষ কিছু হয়নি।

Advertisement

তৃণমূলের একটি সূত্রে খবর, সপরিবার পুরী বেড়াতে গিয়েছিলেন গৌতম। বুধবার গাড়ি করে ফিরছিলেন। দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পেয়েছেন বিধায়কও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement