Iqbal Kaskar

সম্প্রতি দাউদের সঙ্গে কথা হয়েছে, জেরায় স্বীকার ইকবালের

ইকবালের মন্তব্য কতটা সঠিক, তা খতিয়ে দেখছেন ঠাণে পুলিশের অপরাধদমন শাখার গোয়েন্দরা। তবে, দাউদ আর ইকবালের মধ্যে কী কথা হয়েছে, তা জানাননি তদন্তকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩২
Share:

ইকবাল কাসকর। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকায় বাড়ি ভাঙার ঘটনাতে জড়িত দাউদ চক্র? মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাই ধৃত ইকবাল কাসকরকে জেরা করে এমনই সন্দেহ তদন্তকারীদের। পুলিশের দাবি, জেরায় ইকবাল জানিয়েছে, গত মাসে ভেন্ডি বাজারে বাড়ি ভাঙার পরই দাউদের সঙ্গে ফোনে কথা হয় তার। তখন বাড়ি ভাঙা নিয়ে তাদের মধ্যে কথা হয়। সেটাই শেষ বার কথা হয় তাদের মধ্যে। যদিও এই কথোপকথনের বিষয়ে এখনই নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। ইকবালের মন্তব্য কতটা সঠিক, তা খতিয়ে দেখছেন ঠাণে পুলিশের অপরাধদমন শাখার গোয়েন্দরা। তবে, দাউদ আর ইকবালের মধ্যে কী কথা হয়েছে, তা জানাননি তদন্তকারীরা।

Advertisement

আরও পড়ুন: দাউদ সুস্থ, বহাল তবিয়তে আছে, দাবি কাসকরের

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, তদন্তকারীরা জানিয়েছেন, সাম্প্রতিক কালে কম করে চার বার দাউদের সঙ্গে ফোনে কথা হয় ইকবালের। যাতে গোয়েন্দারা ইকবালের কোনও হদিশ পেতে না পারেন, সে জন্য প্রতি ক্ষেত্রে বিশেষ ধরনের মোবাইল ফোন ব্যবহার করেছে সে। প্রতিবার কথা বলার পর ফোন নষ্ট করে ফেলেছে বলেও জেরায় জানিয়েছে কাসকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement