Dog Attack in Kanpur

কলেজ থেকে ফেরার পথে কুকুরের হামলা উত্তরপ্রদেশের কানপুরে, ছাত্রীর মুখে কামড়! ১৭টি সেলাই পড়ল

বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, ‘‘কলেজ থেকে ফেরার পথে ভাইঝিকে কামড়ে ক্ষতবিক্ষত করে কয়েকটি কুকুর। তার গালে গভীর ক্ষত। ১৭টি সেলাই পড়েছে। শরীরের বেশ কয়েকটি জায়গাতেও কামড়েছে কুকুর।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১১:২৪
Share:

পথকুকুরের কামড়ে আহত কলেজ ছাত্রী বৈষ্ণবী সাহু। ছবি: সংগৃহীত।

পথকুকুর নিয়ে দেশ জুড়ে বিতর্কের আবহে উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের হামলায় গুরুতর আহত হলেন এক কলেজছাত্রী। কুকুরের হামলায় ক্ষতবিক্ষত হল তাঁর মুখ। চিকিৎসকেরা জানিয়েছেন, ১৭টি সেলাই পড়েছে তরুণীর মুখে।

Advertisement

ঘটনাটি গত ২০ অগস্টের। স্থানীয় সূত্রে খবর, ওই দিন কলেজ থেকে ফিরছিলেন বৈষ্ণবী সাহু নামে বিবিএ-র এক ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় তখন এক দল বাঁদরকে তাড়া করছিল কয়েকটি কুকুর। সেই সময়েই কুকুরদের সামনে পড়ে যান বৈষ্ণবী। আচমকাই তিনটি কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। বৈষ্ণবী রাস্তায় পড়ে যান। তখন তাঁর মুখে, শরীরে কামড় বসিয়ে দেয় কুকুরগুলি।

কুকুরের হামলার মুখে পড়ে চিৎকার করতে থাকেন বৈষ্ণবী। তাঁর চিৎকার শুনে স্থানীয়েরাই কুকুরগুলিকে তাড়িয়ে বৈষ্ণবীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। বৈষ্ণবীর পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, বৈষ্ণবীর গালের ডান দিকে কামড় বসিয়ে দিয়েছে কুকুর। ক্ষত এতটাই গভীর ছিল যে গাল দু’ভাগে চিরে যায়। বৈষ্ণবীর নাক এবং শরীরের একাধিক জায়গায় কামড়ের দাগ মিলেছে।

Advertisement

বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, ‘‘কলেজ থেকে ফেরার পথে ভাইঝিকে কামড়ে ক্ষতবিক্ষত করে কয়েকটি কুকুর। তার গালে গভীর ক্ষত। ১৭টি সেলাই পড়েছে। এ ছাড়াও শরীরের বেশ কয়েকটি জায়গাতেও কামড়েছে কুকুর।’’

সম্প্রতি দিল্লিতে পথকুকুরের কামড়ে জলাতঙ্ক সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজধানীর সমস্ত লোকালয় পথকুকুর-মুক্ত করতে হবে। তাদের সরিয়ে কোনও আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হবে। এই কাজের সঙ্গে কোনও আপস করা যাবে না। দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিতর্কের আবহেই আগের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ স্থগিত রেখে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণের উপর জোর দিয়েছে শীর্ষ আদালত। তারা জানিয়েছে, পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তার পর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ফিরিয়ে দিয়ে যেতে হবে।

আরও বলা হয়েছে, যে সমস্ত কুকুর র‌্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের, তাদের আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। এ ছাড়া রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement