Delhi Chaos

উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দিল্লি! জনতা-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ছোড়া হল পাথর, গ্রেফতার পাঁচ

দিল্লি হাই কোর্টের নির্দেশে তুর্কমান গেট এলাকার কিছু অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েছিলেন দিল্লি পুরসভার কর্তারা। সঙ্গে ছিল পুলিশ। মঙ্গলবার গভীর রাতের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১০:১৬
Share:

বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দিল্লির তুর্কমান গেট এলাকায়। ছবি: সংগৃহীত।

উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির তুর্কমান গেট এলাকা। বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পুলিশ। তাদের লক্ষ্য করে ইট, পাথর ছুড়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের ঘায়ে আহত হয়েছেন কমপক্ষে চার-পাঁচ জন পুলিশকর্মী। এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে। ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে।

Advertisement

দিল্লি হাই কোর্টের নির্দেশে তুর্কমান গেট এলাকার কিছু অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েছিলেন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসসিডি) কর্তারা। সঙ্গে ছিল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এই অভিযান শুরু হয়। ১৭টি বুলডোজ়ার নিয়ে যাওয়া হয়েছিল। ওই এলাকায় পুলিশ ব্যারিকেড বসানো হয়। সংবাদসংস্থা সূত্রে খবর, ভাঙার কাজ শুরু হতেই ওই এলাকায় অনেকে জড়ো হন। ওই অবৈধ নির্মাণ ভাঙা যাবে না বলে দাবি তোলেন তাঁরা। তবে সেই দাবি না-মেনে বুলডোজ়ার চালু হতেই শুরু হয় অশান্তি।

পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তেজিত জনতা এগিয়ে যায় ঘটনাস্থলে। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। ভিড়ের মধ্যে থেকে উড়ে আসতে থাকরে ইট, পাথরের টুকরো। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় আরও বেশি পুলিশবাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

Advertisement

বুধবার ভোর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা থমথমে। সকালেও ভাঙার কাজ চলছে। পুরসভার কর্তারা বলেন, ‘‘রাতে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। সামগ্রিক প্রক্রিয়া খুব মসৃণ ভাবেই চলছে।’’ কারা পুলিশের উপর হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁদের খোঁজ শুরু হয়েছে। পুলিশ সে সময় জানিয়েছিল, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলে থাকা অন্য ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে পুলিশ।

তুর্কমান গেট এলাকায় প্রায় ৩৯ হাজার বর্গফুট জায়গার ‘অবৈধ দখল’-এর অভিযোগ। দখলদারদের এলাকা ছাড়ার আবেদন করা হয়, কিন্তু কাজ দেয়নি। ‘সেফ ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামে এক সংগঠন বেআইনি দখল উচ্ছেদ চেয়ে আবেদন করে দিল্লি হাই কোর্টে। হাই কোর্টের নির্দেশে ওই এলাকায় জরিপের কাজ হয়। সেই রিপোর্ট জমা পড়ার পর আদালত অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। তিন মাসের সময়ও বেঁধে দিয়েছিল। হাই কোর্টের নির্দেশমতো পুরসভা উচ্ছেদ অভিযানে গেলে মারমুখী হয়ে ওঠেন স্থানীয়দের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement