Teacher Shot in Uttarakhand

পড়া না পারায় চড় মারেন শিক্ষক, স্কুলের মধ্যেই তাঁকে গুলি নবম শ্রেণির ছাত্রের, টিফিন বাক্সে লুকিয়ে এনেছিল পিস্তল

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলার একটি স্কুলে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত শিক্ষকের নাম গগনদীপ সিংহ কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৭:৫৭
Share:

আক্রান্ত শিক্ষক গগনদীপ সিংহ কোহলি। ছবি: সংগৃহীত।

পড়া না পারায় দিন কয়েক আগে নবম শ্রেণির এক পড়ুয়াকে চড় মেরছিলেন শিক্ষক। সেই শিক্ষককেই ক্লাসের মধ্যে গুলি করার অভিযোগ উঠল ওই ছাত্রের বিরুদ্ধে। শিক্ষকের ঘাড় ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে তাঁর অস্ত্রোপচার করে গুলি বার করা হয়েছে। ভর্তি রয়েছেন আইসিইউয়ে।

Advertisement

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলার একটি স্কুলে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত শিক্ষকের নাম গগনদীপ সিংহ কোহলি। তিনি দিন দুয়েক আগে তিনি নবম শ্রেণির এক ছাত্রকে চড় মেরেছিলেন। বুধবার ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক গগনদীপ বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই ছাত্র টিফিন বাক্স থেকে পিস্তল বার করে। তার পর শিক্ষককে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায়। শিক্ষকের ঘাড় ফুঁড়ে সেই গুলি বেরিয়ে যায়। তিনি লুটিয়ে পড়েন।

স্কুলে গুলি চলার আওয়াজ শুনে বাকি শিক্ষকেরা ছুটে আসেন। তাঁরা দেখেন শিক্ষক গগনদীপ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। অভিযুক্ত ছাত্র পালানোর চেষ্টা করতেই শিক্ষকেরা তাকে ধরে ফেলেন। তার পর পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিক্ষকের উপর হামলার জন্য টিফিন বাক্সে পিস্তল লুকিয়ে এনেছিল ওই পড়ুয়া। কিন্তু কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেয়েছিল পড়ুয়া, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে পড়ুয়াকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement