ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ পড়ুয়াদের। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মহত্যা করলেন এক ডাক্তারি পড়ুয়া। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। গত বৃহস্পতিবার বেশি রাতের দিকে ওই মেডিক্যাল কলেজের হস্টেলে আত্মঘাতী হন ওই তরুণী। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখানে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন ছাত্রী। তার পর থেকেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা।
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ছাত্রীর দেহ উদ্ধারের সময় সেখান থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন ছাত্রী। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, সময়মতো পরীক্ষা না নেওয়া এবং পড়ুয়াদের মানসিক হেনস্থা করার অভিযোগের কথা উল্লেখ রয়েছে সেখানে। ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন পড়ুয়ারা। সূত্রের খবর, ছাত্রীর আত্মহত্যার ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
বস্তুত, কয়েক দিন আগে ওড়িশার বালেশ্বরেও এক কলেজেও যৌন হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন এক ছাত্রী। কলেজেরই এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও সুরাহা না-হওয়ায় নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। পরে ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তরুণীর। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মহত্যা করলেন রাজস্থানের এক ডাক্তারি ছাত্রী।
ঘটনাচক্রে শুক্রবারই পড়ুয়াদের উপর মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ধরনের ঘটনাগুলি কমাতে দেশের সর্বত্র স্কুল, কলেজ, হস্টেল, কোচিং সেন্টার-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ দফা গাইডলাইনও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।