দাম্পত্য কলহের মামলা মিটিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিজেদের অহংবোধকে দূরে সরিয়ে রেখে, সন্তানদের কী ভাবে ভাল রাখা যায়, সে কথা ভাবুন। সম্প্রতি দাম্পত্য কলহের এক মামলায় যুগলকে এমনটাই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সন্তানদের কথা ভেবে উভয়কেই পরিণত এবং সংবেদনশীল হয়ে পদক্ষেপ করার জন্য বলেছে আদালত। মহিলা যাতে তাঁর স্বামীর থেকে ‘মুখ ফিরিয়ে’ না থাকেন, সেই পরামর্শও দিয়েছে আদালত।
এই মামলার ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়েই সরকারি কর্মী। স্বামী রেলে কর্মরত এবং বর্তমানে দিল্লিতে থাকেন। স্ত্রী রিজ়ার্ভ ব্যাঙ্কের আধিকারিক। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়েছিল। দুই সন্তানও রয়েছে দম্পতির। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে দু’জনের মধ্যে ক্রমাগত দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। ২০২৩ সাল থেকে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। বর্তমানে পটনায় বাপের বাড়িতেই থাকেন স্ত্রী। মহিলার বাপের বাড়ির সদস্যেরাই স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
দাম্পত্য কলহের ওই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানে নিজেদের মধ্যে অশান্তি মিটিয়ে নেওয়ার জন্য দম্পতিকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, স্বামীর থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত নয় স্ত্রীর। আদালত আরও জানায়, দম্পতি যেন তাঁদের সন্তানদের কথা ভাবে। সন্তানদের উন্নতির জন্য কথা ভেবে দু’জনকেই নিজেদের অহংবোধ সরিয়ে রাখার পরামর্শ দিয়েছে আদালত। এ বিষয়ে মামলা-মোকদ্দমা দীর্ঘায়িত না-করে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ারও প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট।