Supreme Court on SIR

লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকায় স্বচ্ছতা চাই, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের মতো নির্দেশ দিল তামিলনাড়ুকেও

তামিলনাড়ুর এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। গত সপ্তাহে পশ্চিমবঙ্গে যা নির্দেশ দেওয়া হয়েছে, তা-ই তামিলনাড়ুতে মানতে হবে বলে জানিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯
Share:

তামিলনাড়ুর এসআইআর নিয়ে মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় পশ্চিমবঙ্গের মতো নির্দেশ তামিলনাড়ুকেও দিল সুপ্রিম কোর্ট। বলা হল, তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি) জন্য এসআইআর শুনানিতে যাঁদের ডেকে পাঠানো হচ্ছে, তাঁদের তালিকায় স্বচ্ছতা আনতে হবে। গ্রাম পঞ্চায়েতের দফতর, বিভিন্ন তালুক ও অন্যান্য জায়গায় সেই তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। কেন ডাকা হচ্ছে, তা যেন ভোটারেরা জানতে পারেন, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।

Advertisement

তামিলনাড়ুর এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে একটি মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। গত সপ্তাহে পশ্চিমবঙ্গে যা নির্দেশ দেওয়া হয়েছে, তা-ই তামিলনাড়ুতে মানতে হবে বলে জানিয়েছে আদালত। শুধু তা-ই নয়, স্বচ্ছতা নিশ্চিত করতে অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এই পদ্ধতি অনুসরণ করতে হবে কমিশনকে। তামিলনাড়ুতে তথ্যগত অসঙ্গতির জন্য এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ভোটার।

তামিলনাড়ুতেও শুনানিতে ডাক পাওয়া ভোটারেরা চাইলে অন্য কারও হাত দিয়ে নির্দিষ্ট নথি পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে তাঁর প্রতিনিধির কাছে অনুমোদিত চিঠি থাকতে হবে। এসআইআরের জন্য কমিশন এবং রাজ্য সরকারকে মিলেমিশে কাজ করতে বলেছে আদালত। যাতে এসআইআর প্রক্রিয়ায় কর্মীর অভাব না হয়, কর্মচারীদের উপর বাড়তি চাপ না-পড়ে তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের। তামিলনাড়ুর এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন ডিএমকে সচিব আরএস ভারতী। তাঁর হয়ে মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement