তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। —ফাইল চিত্র।
তামিলনাড়ুর সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহারে কোনও আপত্তি নেই। মাদ্রাজ হাই কোর্টের নির্দেশ খারিজ করে বুধবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এমকে স্ট্যালিনের ডিএমকে সরকারের ওই প্রকল্পের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী (এআইএডিএমকে) সাংসদ সি ভে ষণমুগম। ওই বিরোধী সাংসদের ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজনীতির লড়াই নির্বাচনের ময়দানে লড়া উচিত। আদালতকে এর জন্য ব্যবহার করা উচিত নয়।
সম্প্রতি তামিলনাড়ুতে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ (আপনাদের স্ট্যালিন) নামে একটি প্রকল্প চালু হয়। ওই প্রকল্পে কেন মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার হচ্ছে, তা নিয়ে প্রথমে মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন বিরোধী সাংসদ। হাই কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম এবং ছবি কোনও সরকারি প্রকল্পে ব্যবহার করা যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ হাই কোর্টে বিচারাধীন মামলাটিও খারিজ করে দিয়েছে। মূল মামলাকারী সাংসদকে ১০ লক্ষ টাকা জরিমানা করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গোটা দেশে অনেক প্রকল্পের ক্ষেত্রেই এই প্রবণতা রয়েছে। তা হলে তামিলনাড়ু সরকারের প্রকল্পে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নাম থাকায় কেন এত উদ্বিগ্ন মামলাকারী? যদি তিনি জনগণের টাকার অপব্যবহার নিয়ে সত্যিই এতটা উদ্বিগ্ন হন, তা হলে সমস্ত প্রকল্পকে চ্যালেঞ্জ করা উচিত ছিল।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম যুক্ত করতে যায়। শুধু তামিলনাড়ুতেই ৪৫টি এমন প্রকল্পের নাম বলা যাবে। কিন্তু মামলাকারী কেন নির্দিষ্ট ভাবে একটি রাজনৈতিক দল বা এক নেতার বিরুদ্ধেই প্রশ্ন তুলছেন? এতে মামলাকারীর অভিপ্রায় নিয়ে সংশয় জাগে বলে জানিয়েছে আদালত।