Assam Push Back Policy

যাচাই না-করে আটকের অভিযোগ! অসমের ‘পুশ ব্যাক’ নীতির বিরুদ্ধে মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট

সন্দেহভাজন বিদেশিদের আটক করে বিতাড়নের প্রক্রিয়া শুরু করেছে অসম সরকার। কিন্তু এ ক্ষেত্রে নিয়মবিধি সঠিক ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ মামলাকারীর। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৬:০১
Share:

অসমের ‘পুশ ব্যাক’ নিয়ে মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। —প্রতীকী চিত্র।

অসম সরকারের ‘পুশ ব্যাক’ নীতির বিরুদ্ধে মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। সম্প্রতি বৈধ নথিপত্র ছাড়া ভারতে চলে আসা বাংলাদেশিদের পাকড়াও করতে শুরু করেছে অসম প্রশাসন। মামলাকারীর অভিযোগ, সন্দেহভাজন বিদেশিদের নাগরিকত্ব যাচাই না করে এবং পর্যাপ্ত আইনি সুবিধা না দিয়েই আটক করে বিতাড়ন করা হচ্ছে। তা নিয়ে মামলাও হয় সুপ্রিম কোর্টে। তবে সোমবার ওই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। আদালত জানিয়েছে, মামলাকারী চাইলে গুয়াহাটি হাই কোর্টে এ বিষয়ে আবেদন জানাতে পারেন।

Advertisement

অসমের এই নীতির বিষয়ে হাই কোর্টের দ্বারস্থ না হয়ে কেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন করে দুই বিচারপতির বেঞ্চ। আদালত জানতে চায়, “আপনারা গুয়াহাটি হাই কোর্টে কেন যাচ্ছেন না?” তখন মামলাকারী পক্ষের আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একটি নির্দেশের প্রেক্ষিতেই এই মামলা। তবে মামলাটি শুনতে চায়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, চাইলে গুয়াহাটি হাই কোর্টে যেতে পারেন মামলাকারী। তখন আইনজীবী জানান, তাঁরা মামলাটি প্রত্যাহার করে নেবেন এবং গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হবেন।

বস্তুত, অসম সরকার বৈধ নথি ছাড়া বিদেশি নাগরিকদের আটক এবং বিতাড়নের প্রক্রিয়া শুরু করেছে। এ ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ মামলাকারীর। তাদের পক্ষের বক্তব্য, সন্দেহভাজন ব্যক্তির নাগরিকত্ব সঠিক ভাবে যাচাই না করেই পদক্ষেপ করা হচ্ছে। এ ক্ষেত্রে সাম্প্রতিক কিছু সংবাদ প্রতিবেদনের কথাও উল্লেখ করেন অভিযোগকারী। তাঁর দাবি, অসম পুলিশ এবং প্রশাসন ‘পুশ ব্যাক’ নীতির মাধ্যমে কোনও নিয়মবিধি না মেনেই বিতাড়নের প্রক্রিয়া শুরু করেছে। এই নীতি সংবিধানের ১৪ এবং ২১ নম্বর ধারার পরিপন্থী বলেও দাবি মামলাকারীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement