supreme court

সিবিআই তদন্ত শুরু করতে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক, স্পষ্ট করে দিল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্ট জানিয়েছে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় চরিত্র বজায় রাখতেই এই সম্মতি বাধ্যতামূলক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১২:১৬
Share:

সুপ্রিম কোর্ট। -ফাইল ছবি।

কোনও রাজ্যে তদন্তের জন্য সিবিআই-কে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি জোগাড় করতেই হবে। এটা বাধ্যতামূলক। একই সঙ্গে সিবিআই-এর তদন্তের মেয়াদ বাড়ানোর জন্যও সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।

Advertisement

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। জানিয়েছে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় চরিত্র বজায় রাখতেই এই সম্মতি বাধ্যতামূলক।

দিল্লির বিশেষ পুলিশ আইন নিয়ে একটি মামলায় শীর্ষ আদালত এ দিন এই রায় দিয়েছে। জানিয়েছে, কোনও রাজ্যে ক্ষমতাপ্রয়োগ ও আইনি অধিকারের মেয়াদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন সিবিআই-এর। সেই সম্মতি যত ক্ষণ পর্যন্ত না মিলছে তত ক্ষণ সিবিআই তদন্ত শুরু করতে পারবে না।

Advertisement

দিল্লির বিশেষ পুলিশ আইনে (১৯৪৬) বলা হয়েছিল, সিবিআই তদন্তের ক্ষেত্রে দিল্লি ছাড়া রাজ্যগুলির সম্মতি নেওয়া জরুরি। তবে সেই সময়ের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে সেই সম্মতি প্রয়োজন হবে না সিবিআই-এর। দিল্লি এখন যে হেতু একটি রাজ্যে রূপান্তরিত হয়েছে, তাই দিল্লির কোনও ঘটনার তদন্তের ক্ষেত্রেও এই সম্মতি পেতে হবে সিবিআই-কে।

আরও পড়ুন: বিদ্যুৎ মাসুল চড়া, দুর্গাপুরে সরছে মিকি মেটালস

আরও পড়ুন: ভারতের ইতিহাসে এই প্রথম আপাত মন্দা, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ, অন্য রাজ্যে ক্ষমতাসীন দলগুলিকে বেকায়দায় ফেলতে কেন্দ্রে যে দল বা জোট ক্ষমতায় থাকে তারা ব্যবহার করে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে। বিরোধীদের এও অভিযোগ ছিল, অন্য দলগুলির হাতে থাকা রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে সময় এলে দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে সেই সব রাজ্যের রাজনৈতিক নেতার বিরুদ্ধে বা কোনও ঘটনায় সিবিআই তদন্ত শুরুর প্রক্রিয়া শুরু হয়।

পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সিবিআই-কে তদন্তের ব্যাপারে সম্মতি দিতে অস্বীকার করেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়ও। সম্প্রতি পঞ্জাব সরকারও এই দলে ভিড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement