Advertisement
০৮ মে ২০২৪
Micky Metals
Micky Metals Limited

বিদ্যুৎ মাসুল চড়া, দুর্গাপুরে সরছে মিকি মেটালস

দুর্গাপুরে ১০ একর জমিতে কারখানা গড়তে ধাপে ধাপে ১০০ কোটি টাকা লগ্নি হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০২:০০
Share: Save:

চড়া বিদ্যুৎ মাসুলের কারণে বীরভূমের সিউড়িতে তাদের কারখানা সম্প্রসারণ করার পরিকল্পনা বাতিল করেছে মিকি
মেটালস। বদলে দুর্গাপুরে কারখানা গড়ার পরিকল্পনা করছে টিএমটি বার নির্মাতা সংস্থাটি। তবে সেই সঙ্গে সিউড়িতে সমস্যা সমাধানের জন্য রাজ্যের হস্তক্ষেপ চেয়েছে তারা।

ঠিক হয়েছে, দুর্গাপুরে ১০ একর জমিতে কারখানা গড়তে ধাপে ধাপে ১০০ কোটি টাকা লগ্নি হবে। সংস্থার ডিরেক্টর সাকেত আগরওয়ালের দাবি, স্থায়ী ও ঠিকাকর্মী মিলিয়ে ১০০০ জন কাজ পাবেন। তৈরি হবে বছরে ৫০,০০০ টন বিলেট। টিএমটি বারের কাঁচামাল হিসেবে যা সরবরাহ করা হবে সিউড়ির কারখানায়।

তবে সাকেত জানিয়েছেন, চালু কারখানা সম্প্রসারণ করতে পারলে সুবিধা হয়। তাই যদি বীরভূমের সমস্যা মেটে, সে ক্ষেত্রে দুর্গাপুরে যে টাকা লগ্নি করা হবে বলে ঠিক হয়েছে, তা সিউড়িতেই ব্যয় করা হবে। উল্লেখ্য, এর আগে তিনি বলেছিলেন, বীরভূমে ইউনিটে বিদ্যুতের গড় দাম ৮ টাকা। ডিভিসি পরিষেবা এলাকায় ৪ টাকা। ফলে সিউড়িতে কারখানা সম্প্রসারণ করা হলে লাভজনক হবে না। তাই তা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বণ্টন সংস্থার সঙ্গে ডিভিসি-র মাসুলের ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই যে শিল্পের মধ্যে ক্ষোভ আছে, তা মেনেছেন রাজ্যের বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত কর্তারা। তাঁদের একাংশের মতে, বণ্টন সংস্থাকে গৃহস্থের পাশাপাশি শিল্পকে বিদ্যুৎ দিতে হয়। ফলে তাদের সরবরাহ ক্ষতি ও উৎপাদনের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসুল ঠিক করতে হয়। যা ডিভিসির চেয়ে বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Micky Metals Limited Companies TMT Bar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE