সূর্য নমস্কার নিয়ে পাল্টা কটাক্ষ

যোগ দিবস ও সূর্য নমস্কার নিয়ে বিতর্ক আর থামছেই না। মঙ্গলবার বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ হুঙ্কার ছেড়েছিলেন, যাঁরা সূর্য নমস্কার করতে রাজি নন তাঁরা বরং সমুদ্রে ঝাঁপ দিন। আজ তার পাল্টা জবাব দিল ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ (এআইএমপিএলবি)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:০৮
Share:

যোগ দিবস ও সূর্য নমস্কার নিয়ে বিতর্ক আর থামছেই না। মঙ্গলবার বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ হুঙ্কার ছেড়েছিলেন, যাঁরা সূর্য নমস্কার করতে রাজি নন তাঁরা বরং সমুদ্রে ঝাঁপ দিন। আজ তার পাল্টা জবাব দিল ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ (এআইএমপিএলবি)। সংগঠনের মুখপাত্র আব্দুল রহিম কুরেশি বুধবার দাবি করেছেন, ওই বিশেষ যোগাসন তাঁদের কাছে ঘোরতর পাপ কাজ।

Advertisement

সূর্য নমস্কারে তাদের যে সম্মতি নেই, গত রবিবারই তা স্পষ্ট করে দিয়েছিল এআইএমপিএলবি।

আব্দুল রহিম কুরেশিদের অভিযোগ, সূর্য নমস্কার করার সময় কিছু শ্লোক উচ্চারণ করতে হয়। ঝুঁকে প্রণামও করতে হয় সূর্যকে। এআইএমপিএলবি-র দাবি, পৃথিবীতে শুধু আল্লাহ্‌র সামনেই প্রাথর্না করতে পারেন ইসলাম ধর্মাবলম্বীরা। অন্য কারও সামনে ঝুঁকে প্রার্থনা করা তাঁদের ধর্মে পাপ। স্কুলে যোগাসন বাধ্যতামূলক করার চেষ্টাকেও কটাক্ষ করেছেন কুরেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement