হাসপাতালের বিছানা থেকেই ত্রাতার ভূমিকায় মন্ত্রী সুষমা

এক টুইটেই সাড়া। ভারতীয় পড়ুয়ার ভিসা সমস্যায় ফের ত্রাতার ভূমিকায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মন্ত্রী নিজেই ভুগছেন কিডনির সমস্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০৪:২১
Share:

এক টুইটেই সাড়া। ভারতীয় পড়ুয়ার ভিসা সমস্যায় ফের ত্রাতার ভূমিকায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মন্ত্রী নিজেই ভুগছেন কিডনির সমস্যায়। টানা প্রায় ২০ দিন নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি। তবু সেখান থেকেই সমাধানের আশ্বাস দিয়ে সুষমা জানালেন, ‘‘আমি তো হাসপাতালেই আছি। আসুন না এখানে। কথা দিচ্ছি, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।’’

Advertisement

সমস্যাটা এইমস-এরই গবেষক-ছাত্রী গীতা সিংহের। ৭ ডিসেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র পৌঁছে দেওয়ার কথা তাঁর। সেই মোতাবেক ১৪ নভেম্বর ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। তাতে সুরাহা না হওয়ায়, রবিবার সন্ধ্যায় গীতা টুইট করে বিদেশমন্ত্রীর সাহায্য চান। অসুস্থ মন্ত্রীকে এ ভাবে বিব্রত করার জন্য বিস্তর সমালোচনাও হয় তাঁর। সুষমা নিজে অবশ্য এই আবেদনের মধ্যে কোনও অপরাধ দেখেননি। বরং চটজলদি উত্তর দিয়ে সাহায্যের আশ্বাস দেন। গীতার ভিসা নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নজীব জঙ্গের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান সুষমা।

হাসপাতাল সূত্রের খবর, বিছানায় শুয়ে-বসেও মন্ত্রকের কাজ নিয়ে ভেবে চলেছেন সুষমা। রাজধানী শহরে মার্কিন এক পর্যটকের গণধর্ষণের রিপোর্টেও কড়া নজর রাখছেন তিনি। সুষমার আশ্বাস, দোষীরা ছাড়া পাবে না। শনিবার দিল্লি পুলিশকে এ নিয়ে মামলা দায়েরের নির্দেশও দিয়েছেন মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement