IED blast in Assam

অসমে পুলিশের গুলিতে মাওবাদী নিহত! রেললাইন বিস্ফোরণকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ

কোকরাঝাড়ের পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন, সূত্র মারফৎ খবর পেয়ে শুক্রবার নাদাঙ্গুরি এলাকায় মাওবাদী ডেরায় অভিযান চালানো হয়েছিল। সে সময় সংঘর্ষে ওই জঙ্গির মৃত্যু ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:২৭
Share:

মাওবাদী দমন অভিযানে যৌথবাহিনী। ছবি: পিটিআই।

কোকরাঝাড় জেলায় বুধবার রাতে আইইডি বিস্ফোরণে রেললাইনের একাংশ উড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত মাওবাদী জঙ্গিরা! শনিবার এই দাবি করেছে অসম পুলিশ। ওই বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক মাওবাদী জঙ্গি পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

Advertisement

কোকরাঝাড়ের পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন, সূত্র মারফৎ খবর পেয়ে শুক্রবার নাদাঙ্গুরি এলাকায় মাওবাদী ডেরায় অভিযান চালানো হয়েছিল। সে সময় সংঘর্ষে ওই মাওবাদী জঙ্গি নিহত হন। তিনি বলেন, ‘‘আমরা খবর পেয়েছিলাম, ওই এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আমরা এক জন গুরুতর আহত জঙ্গিকে উদ্ধার করেছিলাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ‘মৃত’ ঘোষণা করা হয়।’’ তিনি জানান, নিহত মাওবাদীর নাম অপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু।

সংঘর্ষস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি গ্রেনেড, একটি ভোটার কার্ড এবং একটি আধার কার্ড উদ্ধার করেছে বলে জানিয়েছেন কোকরাঝাড়ের সুপার। প্রসঙ্গত, বুধবার রাতে কোকরাঝাড় এবং সালাকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার জেরে বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। পার্শ্ববর্তী স্টেশনগুলিতে পর পর বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। আটকে পড়েন কয়েকশো যাত্রী। রেললাইন মেরামতির পর বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ফের চালু হয় পরিষেবা। তদন্তে জানা যায় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন ওড়ানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement